Homeএখন খবরইউজিসির নির্দেশে নভেম্বর থেকেই চালু হচ্ছে স্নাতক-স্নাতকোত্তরের পঠনপাঠন

ইউজিসির নির্দেশে নভেম্বর থেকেই চালু হচ্ছে স্নাতক-স্নাতকোত্তরের পঠনপাঠন

ওয়েব ডেস্ক : দীর্ঘদিন লকডাউনের পর আনলক প্রক্রিয়ায় এবার সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস চালু করার ঘোষণা করল ইউজিসি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ইউজিসি-র তরফে কলেজে নতুন শিক্ষাবর্ষ শুরু করার বিষয়ে প্রত্যেকটি রাজ্যের কলেজগুলিতে ক্লাস শুরু করার নির্দেশিকা পাঠানো হয়েছে। একইসাথে ইউজিসির তরফে মঙ্গলবার বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে৷
এই গাইডলাইনে ইউজিসির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পয়লা নভেম্বর থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস চালু করতে হবে৷ একই সাথে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে যদি নভেম্বরে স্নাতক ও স্নাতকোত্তরে ক্লাস শুরুর নির্দেশ না দেওয়া হয়, তবে সেক্ষেত্রে অনলাইনেই ক্লাস শুরু করা হবে।

এদিকে ইউজিসির তরফে জানানো হয়েছে, পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হবে আগামী বছরের ৩০ আগস্ট৷ সুতরাং করোনা আবহে ২০২১ এর শিক্ষাবর্ষ ৯ মাসে শেষ হবে। এদিকে যেহেতু ১লা নভেম্বর থেকেই কলেজগুলিতে ক্লাস শুরু হয়ে যাবে, সেহেতু ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে৷ এদিকে ইউজিসির এই নির্দেশে ফের নতুন করে বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার৷ কারণ একেই করোনা আবহে বেশ কয়েকটি পরীক্ষা না হওয়ায় এবছর উচ্চ মাধ্যমিকের নম্বরের ছড়াছড়ি৷ তার ওপর ৯০% নম্বর পেয়েও বহু ছাত্রছাত্রী তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি৷ অন্যদিকে, একাধিক নামী কলেজ আসন সংখ্যা থাকলেও নেই পড়ুয়া। এই পরিস্থিতির কথা মাথায় রেখে দিন কয়েক আগেই ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

কিন্তু একেই কলেজে ভর্তি প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ তারওপর আবার ইউজিসির নির্দেশ অনুসারে যদি নভেম্বর থেকে ক্লাস শুরু হয়, তবে সেক্ষেত্রে ৩১ শে অক্টোবর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলার পর কিভাবে ১ নভেম্বর থেকে এরাজ্যে কলেজ শুরুর নির্দেশ আদৌ কতটা কার্যকর হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে পড়ুয়াদের একাংশ৷

RELATED ARTICLES

Most Popular