Homeজাতীয়উত্তর প্রদেশযোগী বলয়ে বিজেপির ধস! শাসক বিরোধী জয়ে রসগোল্লা বিলিয়ে গ্রেপ্তার ২ ব্যক্তি

যোগী বলয়ে বিজেপির ধস! শাসক বিরোধী জয়ে রসগোল্লা বিলিয়ে গ্রেপ্তার ২ ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। যোগী শাসনের ভীত নড়ছে গোবলয়ের গ্রামীন জনতার মধ্যে। আর বিজেপির সেই পরাজয় সেলিব্রেট করতে গিয়ে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। জানা গেছে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে জয় পেয়ে জনতার মধ্যে রসগোল্লা বিলি করছিলেন ওই দুই ব্যক্তি। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হল ২০ কিলো রসগোল্লা। বুধবার উত্তরপ্রদেশের হাপুরের ঘটনা।

ধুমধাম করে রামমন্দির নির্মাণ হচ্ছে বটে কিন্তু সে মন্দিরে আম জনতার কিছু স্বস্তি সমৃদ্ধি হবে বলে মনে করছেন কী অযোধ্যাবাসী? পঞ্চায়েত ভোটে অন্ততঃ বিজেপির তেমনটা লাভ আসেনি অযোধ্যা থেকে। খোদ রামের জনভূমিতেই জোর ধাক্কা খেয়েছে বিজেপি। অবশ্য শুধুই অযোধ্যা কেন কৃষ্ণ ভূমি মথুরা কিংবা পুণ্যভূমি কাশী তথা বারাণসীতেও ধাক্কা খেয়েছে বিজেপি। খোদ মোদির সংসদীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী ঝড় প্রবল হয়ে উঠেছে। বছর গড়ালেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে গ্রামীন জনতার এই যোগী শাসন বিরোধী রায়ে প্রমাদ গুনছে যোগী আদিত্যনাথ। বাংলা ও কেরলে বিজেপির পরাজয়ের সাথে সাথে খোদ উত্তরপ্রদেশে এই ফল মানতে পারছেনা বিজেপি আর সেকারনেই ওই দুই ব্যক্তির গ্রেপ্তারের মধ্যে প্রতিহিংসা দেখছে অনেকেই।

জানা গেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ১০০০ বেশি আসন পেয়েছে। আর সেই জয় উদ্যাপন করতেই হাপুরে জমায়েত করে সাধারণ মানুষের মধ্যে রসগোল্লা বিলি করছিলেন ওই দুই ব্যক্তি। অথচ অতিমারি পরিস্থিতিতে কোনও রকম জমায়েত নিষিদ্ধ হয়েছে উত্তরপ্রদেশে। খবর পেয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ২০ কিলোগ্রাম রসগোল্লা বাজেয়াপ্ত হয়েছে। এর পর তাঁদের ছবি-সহ ঘটনাটি টুইটারে পোস্টও করেছে হাপুর পুলিশ।

প্রশ্ন উঠেছে করোনা মোকাবিলায় যোগী সরকার যখন এতটাই আন্তরিক তখন করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন কুম্ভ স্নানে গা ঘেঁষাঘেঁষি করে সাধুদের স্নান করায় প্রথম দিকে বাধা দেয়নি কেন? কেনই বা দেশ ব্যাপী সমালোচনার মুখে পড়ে পরে সংক্ষিপ্ত করতে হল স্নানযাত্রাকে। অভিযোগ উঠেছে করোনা মোকাবিলায় ব্যর্থ হয়ে সে রাজ্যের সোশ্যাল মিডিয়া সহ সংবাদমাধ্যম গুলিকে যোগী প্রশাসন ফতোয়া জারি করেছে যে করোনা সংক্রান্ত গুজব, অক্সিজেন হাহাকার ইত্যাদি নিয়ে সংবাদের নামে গুজব প্রকাশ করা হলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

এদিকে উত্তরপ্রদেশে পঞ্চায়েতে যোগীর পরাজয়ে দিল্লি সীমান্তে কৃষি আইন বাতিলের দাবিতে গত আটমাস ধরে চলা কৃষক অবস্থানের সুফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপি ধাক্কা খেয়েছে জোর। এই পশ্চিম উত্তরপ্রদেশেরই বাসিন্দা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারীদের নেতা রাকেশ টিকায়েতের। উত্তর প্রদেশে বিজেপির এই পরাজয়ে তাই আন্দোলনরত কৃষকদের মধ্যেও উচ্ছাস দেখা গিয়েছে। প্রয়োজনে উত্তরপ্রদেশের নির্বাচন অবধি অবস্থান চালিয়ে যেতে রাজি কৃষকরা। ইতিমধ্যেই তাঁদের ঘোষণা উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি বিরোধী প্রচারে নামবেন তাঁরা।

RELATED ARTICLES

Most Popular