Homeএখন খবরগোপীবল্লভপুরও অপেক্ষায় মধ্যরাতের যীশুর আগমনের মূহুর্তর জন্য

গোপীবল্লভপুরও অপেক্ষায় মধ্যরাতের যীশুর আগমনের মূহুর্তর জন্য

ভবানী গিরি : বৈষ্ণব তীর্থ বলেই খ্যাত গোপীবল্লভপুর জনপদ। সেই গোপীবল্লভপুরেও মঙ্গলবার বড়দিনের আমেজ । রাত পোহালেই ২০১৯ শের বড়দিন,আর বড়দিন উপলক্ষে সাজো সাজো রব গোপীবল্লভপুরের খ্রীষ্ট জ্যোতি আশ্রমের। গোপীবল্লভপুরের কমলাশোল ফরেস্ট বিট অফিসের পাশে জঙ্গলের এক মনোরম পরিবেশে রয়েছে এই আবাসিক খ্রীষ্টান আশ্রম।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর আজ সকাল থেকেই আশ্রমের আবাসিক ৮০ জন ছাত্রছাত্রী, সিস্টার, ফাদার স্বামীস্বর রানা সবার মধ্যেই রয়েছে চরম ব্যস্ততা। সাজানো হয়েছে আশ্রমের প্রার্থনা ঘর। অস্থায়ী ভাবে আশ্রমের মাঠে তৈরি হয়েছে ক্রিব বা গোশালা। আশ্রম এক সিস্টার বলেন – আজ রাত আটটা থেকে আশ্রমে প্রভূ যীশুর জন্ম মূহর্ত থেকে খ্রীষ্টিয় নীতি মেনে অনুষ্ঠান হবে।কাল সকালে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রার্থনার আয়োজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপীবল্লভপুরের আদিবাসী অধ্যুষিত কমলাশোল , কাঁকরিডাহী প্রভৃতি এলাকার মানুষের কাছে এই খ্রীষ্ট জ্যোতি আশ্রম এক দেব দুতের মতো। এখানকার গরিব আদিবাসী পরিবারের ছেলেমেয়েদের ছাত্রজীবনের খরচ এবং দেখাশোনার দায়িত্ব পালন করে ঠিক অভিভাবকের মতো। স্থানীয় প্রায় ৮০ জন ছাত্রছাত্রী এখানে থাকা খাওয়া করে, কিন্তু আশ্রমে স্কুল শিক্ষার কোন ব্যবস্থা না থাকার জন্য পাশের কমলাশোল এবং কাঁকরিডাহী স্কুলে পড়াশোনার ব্যবস্থা করে আশ্রম কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

Most Popular