Homeএখন খবরভোটার আই-কার্ড হাতে নিয়ে ভোট দিতে বুথে হাজির ৩ মৃত ব্যক্তি! মুর্শিদাবাদের...

ভোটার আই-কার্ড হাতে নিয়ে ভোট দিতে বুথে হাজির ৩ মৃত ব্যক্তি! মুর্শিদাবাদের সুতির ঘটনায় হতবাক ভোট কর্মীরাই

নিউজ ডেস্ক: ভোট দিতে এলেন ৩ মৃত ব্যক্তি, ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সুতি এলাকায়। অবাক হচ্ছেন নিশ্চয়, এও কী সম্ভব! সম্ভব, আসলে বাস্তবে তারা ৩ জনেই জীবিত, কিন্তু ভোটার লিস্ট অনুযায়ী তার সকলেই মৃত এবং তাঁদের নামের উপর ‘ডিলিটেড’ স্ট্যাম্প পড়ে গিয়েছে।

মুর্শিদাবাদের সুতি এলাকায় হাপানিয়া এলাকার একটি বুথে ভোট দিতে এসেছিলেন তিন জন ভোটার; এদের মধ্যে একজন প্রবীণ ভোটার, একজন মহিলা ভোটার ও একজন নতুন ভোটার। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আশায় বুক বেঁধেছিলেন তাঁরা, বিশেষ করে সেই নতুন ভোতারটী। কিন্তু ভোটার লিস্ট দেখে একেবারে চোখ কপালে ওঠে তাদের। তাঁদের দাবী ভোটার তালিকায় তাঁদের মৃত বলে দেখানো হয়েছে। সেকারণেই তাঁরা ভোট দিতে পারলেন না। নানাভাবে তাঁরা ভোটকর্মীদের কাছে অনুরোধও করেন। কিন্তু ভোট কর্মীরা সেসব কথায় মোটেই কর্ণপাত করেননি। অগত্যা বাধ্য হয়ে বাড়ির পথে পা বাড়ান ‘মৃত’ ৩ জন ভোটার।

নতুন ওই ভোটার বলেন, “এবারই প্রথম ভোট দিতে এসেছিলাম। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রেও আমাকে বাধা দেওয়া হয়েছে। বঞ্চনা করা হয়েছে। আমাকে বলা হচ্ছে আমি মৃত। তবে আমাকে এইসব কার্ড দিল কেন?’

ভোট দিতে না পেরে ওই প্রবীন ভোটার বলেন, ‘অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছিলাম। কিন্তু ভোটার তালিকা দেখে ওরা বলল, আমি নাকি মরে গিয়েছি। কিন্তু তাহলে ভোট দিতে এলাম কী করে? প্রশ্ন তোলেন তিনি। আক্ষেপের সুরে তিনি আরও বলেন, ভোট দিতে চেয়ে আবেদন করতে গেলাম। কিন্তু সেটাও শুনলেন না কেউ। বলল বিডিওর সই লাগে। তাই ভোট না দিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।’

বঙ্গে সোমবার সপ্তম দফা ভোট সম্পন্ন হল। এদিন ৫ জেলার ৩৪ আসনে ভোট গ্রহণ হয়। কোভিড প্রটোকল মেনে মোটামোটি শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হল ভোট গ্রহণ এদিন। তবে মুর্শিদাবাদের সুতির এই ঘটনা কার্যত সকলেই অবাক করে দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular