Homeএখন খবরস্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য পটাশপুরে, দিঘার বালি খুঁড়ে উদ্ধার গৃহবধূর...

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য পটাশপুরে, দিঘার বালি খুঁড়ে উদ্ধার গৃহবধূর মৃতদেহ

ওয়েব ডেস্ক : দীর্ঘদিনের কর্মহীনতা থেকে মানসিক অবসাদ আর সেই অবসাদের জেরে সাংসারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। বুধবার বিকেলের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পটাশপুর থানার কসবা এলাকায়। মৃতা করুণা বেরা(২৪) এবং আত্মঘাতী স্বামীর নাম অনুপ বেরা(৩০)। তাঁদের দুটি সন্তানও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অনুপ বেরা। বিভিন্ন জায়গায় দিনমজুরি সহ বিভিন্ন কাজ করেই সংসার চলত। কিন্তু লকডাউনের কারনে প্রায় তিনমাস কাজ নেই। বাড়িতে দুটি সন্তান। স্ত্রী মাঝে মধ্যেই নানা অনুযোগ করতেন আর এই নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকতো। বুধবার দুপুরেও একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। ক্রমশ অশান্তি চরমে ওঠে। সেই সময় স্বামী অনুপ পিছন থেকে আচমকা স্ত্রীর মাথায় কুড়ুলের কোপ মারে। মূহুর্তের মধ্যে মাটিতে পড়ে করুণা।

এরপরই সে নিজে থেকেই ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সদস্যার কাছে। তাকে সমস্ত ঘটনার কথা জানিয়ে আত্মসমর্পণ করতে চান অনুপ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না অনুপকে। অবশেষে ছাদের চিলেকোঠা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল জানান, “আমরা খবর পেয়ে দেহ উদ্ধারে আসি। খোঁজ মিলছিল না অনুপের। পরে ছাদের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দাম্পত্য কলহের কারণে এই ঘটনা বলে অনুমান পুলিশের। জোড়া অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে ঘটনার তদন্ত।”

মঙ্গলবারই পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতেও এক গৃহবধূকে খুন করে বালিতে পুঁতে দিয়েছিল স্বামী। পরে বালি খুঁড়ে উদ্ধার হয় নিখোঁজ বধূর দেহ। দিঘা থানার পদিমা এলাকায়। ওই বধূ সাকিনা বিবি(৩০) পদিমা-রতনপুরের মাঝামাঝি জামাইপাড়ার বাসিন্দা যাকে সোমবার রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিশেষে মঙ্গলবার সকালে পরিবারের তরফে দিঘা থানায় বধূর নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। এরপর এদিন বিকেলে দিঘা কনভেনশন সেন্টারের পিছনে বালিয়াড়িতে বালির মধ্যে পোঁতা অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনা খুন বলেই মনে করছেন তদন্তকারীরা। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত করতে ইতিমধ্যেই সাকিনার স্বামী শেখ সাব্বিরকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular