Homeদক্ষিণবঙ্গউত্তর ২৪পরগনাকলকাতার বাইরে এবার জেলায় প্রথম করোনার হদিস, আক্রান্ত হাবড়ার তরুনী

কলকাতার বাইরে এবার জেলায় প্রথম করোনার হদিস, আক্রান্ত হাবড়ার তরুনী

নিজস্ব সংবাদদাতা: এবার কলকাতার বাইরে জেলায় মিলল করোনা আক্রান্ত রুগী আর তার সাথে এ রাজ্যে করোনাভাইরাসের শিকারের সংখ্যা বেড়ে হয়ে গেল ৩জন। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা ওই তরুণীকে বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি রয়েছেন। সূত্রের খবর, মার্চের ১৬ তারিখ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

 

শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে।
আপাতত তাঁকে বেলেঘাটা আইডির আইসোলেশনে ভরতি রাখা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁর খোঁজ চলছে। তাঁর পারিবারের সকলকে নজরদারির আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। এই নিয়ে গত চার দিনে তিন জন আক্রান্তের খোঁজ মিলল।

 

এর আগে দক্ষিণ কলকাতার বাসিন্দা এক তরুনও বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, তিনি গত ১৩ মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন। কাশি ও গলাব্যথা হওয়ায় পারিবারিক চিকিৎসকের কাছে যান। বৃহস্পতিবার রাতে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই তরুণের পরিবার-পরিজন মিলিয়ে মোট ১৬ জনকে রাজারহাটের কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের পারিবারিক চিকিৎসক নিজেই আইডিতে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজ্যের তৃতীয় করোনা আক্রান্ত ব্যক্তি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হয়েছে। স্কটল্যান্ড থেকে ফেরার পর পরিবারের সদস্যরা ছাড়া আর কার সঙ্গে তিনি মেলামেশা করেছেন তারও খোঁজখবর শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular