Homeএখন খবরমহানগরের ম্যানহোলে নেমে আর উঠলেননা ৪ ঠিকা শ্রমিক! কুঁদঘাটে কান্নার রোল

মহানগরের ম্যানহোলে নেমে আর উঠলেননা ৪ ঠিকা শ্রমিক! কুঁদঘাটে কান্নার রোল

নিউজ ডেস্ক : ম্যানহোলে নেমে আর উঠে এলেননা ৪ঠিকা শ্রমিক। চিরঘুমে সেখানেই তলিয়ে গেলেন তাঁরা। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ কুঁদঘাট পাম্পিং স্টেশনের কাছে নিকাশি নালার কাজ করতে ম্যানহোলে নেমেছিলেন ৪ জন ঠিকাশ্রমিক। মাটির নীচে নেমে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।এরপর দমকল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে হাত লাগায়।খবর যায় বিপর্যয় মোকাবিলা দলের কাছে। তারা এসে ২ ঘণ্টা পর ৪ জনকে উদ্ধার করেন।

কলকাতার কুঁদঘাটে নিকাশির কাজ করতে গিয়ে ম্যানহোলে আটকে পড়া ৪ ঠিকাশ্রমিকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ম্যানহোলে আটকে পড়া গুরুতর অসুস্থ অবস্থায় ৪ ঠিকা শ্রমিকের মধ্যে ২ জনকে পাঠানো হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। ২ জনকে পাঠানো হয় এসএসকেএম-এ। কাউকেই বাঁচানো যায়নি। ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে হাহাকার নেমে এসেছে পরিবারে।

এদিন কুঁদঘাট এলাকায় ১১৪ নম্বর ওয়ার্ডে নেতাজি মেট্রো স্টেশনের কাছে চলছিল নিকাশি নালা সংস্কারের কাজ। সেই কাজ করতে বেলা বারোটায় ম্যানহোলে নেমেছিলেন ৪ জন শ্রমিক। স্থানীয়রা জানিয়েছেন, ম্যানহোলে নামার কিছুক্ষণের মধ্যেই ভেসে যান তারা। বেশ কিছুটা সময় কাটার পরও তারা না ওঠায় দমকলে খবর দেন তারা।

অভিযোগ, সুরক্ষাবিধি না মেনেই ওই ঠিকাশ্রমিকদের নামানো হয়েছিল নালায়। কুঁদঘাট পাম্পিং স্টেশনে জল ঢোকার পুরনো নালার সঙ্গে নতুন নালার সংযোগ স্থাপনের সময় দুর্ঘটনায় পড়েন তাঁরা। ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

RELATED ARTICLES

Most Popular