Homeএখন খবরবালি বোঝাই গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে চারচাকা, মৃত ৪পুলিশ কর্মী

বালি বোঝাই গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে চারচাকা, মৃত ৪পুলিশ কর্মী

নিজস্ব সংবাদদাতা: কালীপুজোরর ভোরেই মর্মান্তিক ও ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বর্ধমান জেলা পুলিশের চার কর্মীর । জানা গেছে ডিউটি সেরে ফেরার পথে সোমবার  বর্ধমানের পালসিটের কাছে ২ নম্বর জাতীয় সড়কে পুলিশ কর্মীদের ওই চারচাকাকে পেছন থেকে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ফলে ঘটনাস্থলেই মারা যায় তিন জন। গুরুতর আহত আরেক পুলিশ কর্মীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষন পরে মারা যান তিনিও। উৎসবের মধ্যেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে নিহতদের পরিবারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্ধমান জেলা পুলিশ জানিয়েছে নিহতরা হলেন বাদল সরকার, অনুপ কুমার বালা ,প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সামুই। সোমবার ভোররাতে চারজন মেমারি থানা থেকে বর্ধমান পুলিশ লাইনে ফিরছিলেন তাঁরা ওই সময় ২ নম্বর জাতীয় সড়কের উপর তাদের গাড়ির পিছনে ধাক্কা মারে ঘাতক লরিটি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংঘর্ষ এতটাই জোরে ছিল যে রাস্তা থেকে অনেকটাই দুরে ছিটকে পড়ে ওই চারচাকাটি । বেশ কয়েক পাক খাওয়ায় পুরো গাড়িটি কার্যত মুড়ির টিনের মত দুমড়ে মুচড়ে যায়। ধাক্কা মারার পর লরিটিও বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘাতক লরিটিকে আটক করেছে তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে এই চার পুলিশকর্মীর মধ্যে বাদল সরকার পূর্ব বর্ধমানের বিধানপল্লী এলাকার বাসিন্দা, অনুপ কুমার বালা উত্তর চব্বিশ পরগনার শান্তিনগরের বাসিন্দা, বিশ্বজিত সামুই হুগলির শ্যামবাটির বাসিন্দা ও প্রবীর কুমার হাটি হুগলির উত্তর রসুলপুর এলাকার বাসিন্দা। এরা চার জনই বর্ধমান জেলা পুলিশে কর্মরত ছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার বেলার দিকে বর্ধমান জেলা হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর চারজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এক সঙ্গে চার পুলিশকর্মীর আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বর্ধমান জেলা পুলিশ মহলেও । ঘাতক লরির চালক ও খালাসির খোঁজ করছে পুলিশ। লরিটি কোত্থেকে বালি নিয়ে কোথায় যাচ্ছিল খোঁজ করছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular