Homeএখন খবররেলপথের পর এবার সড়ক পথ, লরি পিষে দিয়ে গেল ঘরে ফেরার পথে...

রেলপথের পর এবার সড়ক পথ, লরি পিষে দিয়ে গেল ঘরে ফেরার পথে ৫ শ্রমিককে, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা: লকডাউনে কাজ হারানো, খেতে না পাওয়া লক্ষ লক্ষ শ্রমিকের বাড়ি ফেরা চলছে। শ্রমিকদের বাড়ি ফেরানোর ট্রেন ভাড়া নিয়ে চলছে কেন্দ্র রাজ্য তরজাও। যদিও সে তরজায় মাথা ব্যথা নেই শ্রমিকের। পায়ে হেঁটেই শত শত এমন কি হাজার কিলোমিটার পথ হাঁটছেন ভারতের বিশ্বকর্মারা। আর সেই পথ হাঁটতে গিয়ে একের পর এক দুর্ঘটনায় এ অবধি প্রান হারিয়েছেন শতাধিক পরিযায়ী শ্রমিক। শুক্রবার বার ভোরে তেমনই মর্মস্পর্শী ঘটনার স্বাক্ষী ছিল সারাদেশ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ক্লান্ত ও ঘুমন্ত শিশু সহ ১৬ জন শ্রমিককে পিষে দিয়ে যায় মালবাহী ট্রেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘরমুখী অভিবাসী শ্রমিকদের মৃত্যু পথ দুর্ঘটনায়।

ঔরঙ্গাবাদের সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই শনি ও রবিবারে রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে একটি ট্রাক পিষে দেয় পাঁচ ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিককে। ২০ জনের একটি দল হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশের ঝাঁসি ফিরছিলেন। আহত হয়েছেন আরও ১৫ জন শ্রমিক। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

পুলিশ জানিয়েছে নরসিংহপুর গ্রামের কাছে রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি পণ্যবাহী ট্রাক রাস্তার ধারে বিশ্রামরত শ্রমিকদের উপর দিয়ে চলে যায়। আহত শ্রমিকদের মধ্যে দু’জনের অবস্থা গভীর সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।মধ্যপ্রদেশ পুলিশের তরফে আরও জানানো হয়েছে, আহত শ্রমিকদের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একজনের শরীরে করোনা উপসর্গ মিলেছে বলে জানা গিয়েছে।

দু’দিন আগেই গোটা দেশ শিউরে উঠেছিল। মহারাষ্ট্রের জালনা থেকে মধ্যপ্রদেশে ফিরছিল ২০ জন শ্রমিকের একটি দল। হাইওয়ের বদলে রেললাইন ধরেই হাঁটা শুরু করেছিলেন তাঁরা। রাতে রেললাইনেই ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েন ওই শ্রমিকরা। সকাল হলেই ফের হাঁটার কথা ছিল বাড়ির দিকে। কিন্তু আলো ফোটার আগেই মালগাড়ি চলে যায় ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে। ছিন্নভিন্ন হয়ে যায় ১৬ জনের দেহ। বাকিরা এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। লকডাউন শুরু হওয়ার পর থেকেই একের পর এক দুর্ঘটনা, হাঁটার ক্লান্তি, হৃদরোগে আক্রান্ত ও অনাহারে মৃত্যুর মিছিল চলছেই।

RELATED ARTICLES

Most Popular