Homeএখন খবরকরোনা জয় করে সুস্থ হয়ে উঠল হায়দরাবাদের পার্কের ৮ টি এশিয়াটিক সিংহ

করোনা জয় করে সুস্থ হয়ে উঠল হায়দরাবাদের পার্কের ৮ টি এশিয়াটিক সিংহ

নিউজ ডেস্ক: করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠল হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্কের আটটি এশিয়াটিক সিংহ। গত ২৯ এপ্রিল সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি চিড়িয়াখাান কর্তৃপক্ষকে জানায় যে, সিংহগুলির আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানা যায়, সিংহগুলি চিকিৎসায় ভালো মতো সাড়া দিয়েছে। দুই সপ্তাহ পড়ে সিংহগুলির মধ্যে আর উপসর্গ দেখা যায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাও তাদের আইসোলেট করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর তাদের নমুনা নিয়ে ফের পরীক্ষা করা হয়। তখন তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

জানা যায়, বেশকিছু দিন ধরেই ঐ ৮ টি সিংহের শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল। সেইমতো পার্ক কর্তৃপক্ষের তরফে সিংহগুলির করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। যদিও কীভাবে পশুদের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ল সেই বিষয়ে পার্কের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক অনুমান, পার্কে আগত মানুষজনের থেকে অথবা পার্কে পশুদের দেখভালের দায়িত্বে থাকা কোনও কর্মীর শরীর থেকে ওই সংক্রমণ সিংহের দেহে ছড়িয়ে পড়তে পারে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই পার্কের দায়িত্বে থাকা ২৫ জন কর্মীর দেহে করোনার অস্তিত্ব মিলেছে। তাঁদের দেহ থেকেই কোনওভাবে পশুদের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ল কিনা তা নিয়ে পার্ক কর্তৃপক্ষ চিন্তিত।

এই বিষয়ে নেহেরু জুওলজিকাল পার্কের পশু চিকিৎসক ডঃ কুক্রেটি বলেন, “সিংহগুলির আরটি-পিসিআর টেস্টে করোনার জীবাণু মিলেছে তাদের শরীরে। এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে তারা ভালো রয়েছে। তাদের পর্যবেক্ষনের জন্য আলাদা ঘরে রাখা হয়েছে।”

এরপর চিকিৎসকরা সিংহদের অরোফ্যারিনজিয়াল সোয়াবের নমুনা সংগ্রহ করে সিসিএমবি-তে পাঠালে সেখানকার বিজ্ঞানীরা জিনোম সিকোয়েন্সিং করে দেখে ভাইরাসের কোনও মারাত্মক স্ট্রেন সিংহগুলির শরীরে ছিল না। তবে এখনও পর্যন্ত সেই সিংহগুলি কীভাবে করোনা আক্রান্ত হল, তার উৎস জানা যায়নি। এই পরিস্থিতিতে গত ২ মে থেকে হায়দরাবাদ নেহরু জুলজিক্যাল পার্ক বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।

RELATED ARTICLES

Most Popular