Homeএখন খবরকরোনায় যুদ্ধে শহীদ ৯৯ চিকিৎসক, 'রেড অ্যালার্ট' জারি করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

করোনায় যুদ্ধে শহীদ ৯৯ চিকিৎসক, ‘রেড অ্যালার্ট’ জারি করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

ওয়েব ডেস্ক : চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে দাবি উঠেছিল বারংবার৷ নিজেদের সুরক্ষার জন্য করোনা পরিস্থিতির মধ্যে এরাজ্যেও বেশকিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভে সামিল হয়েছিলেন। বর্তমানে দেশ জুড়ে যেভাবে করোনা সংক্রমণের মাত্রা বাড়ছে তাতে সাধারণ মানুষের পাশাপাশি ক্রমশ সংক্রমিত হয়ে পড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷ জানা গিয়েছে, এদেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে অন্তত পক্ষে ৯৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল করোনায় যুদ্ধে শহীদ ৯৯ চিকিৎসক, ‘রেড অ্যালার্ট’ জারি করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনঅ্যাসোসিয়েশন।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দেশব্যাপী এখনও পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ৯৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও রয়েছেন নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় ২০০-র কাছাকাছি। এর জেরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর উদ্দেশ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আইএমএ’র জাতীয় তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত গোটা দেশে মোট ১৩০২ জন চিকিৎসক করোনায় সংক্রমিত। তাদের মধ্যে মৃত্যু হয় ৯৯ জনের। মৃত চিকিৎসকদের মধ্যে মোট ৭৩ জন পঞ্চাশোর্ধ, ১৯ জন ৩৫-৫০ বছর বয়সী, বাকি ৯ জনের বয়স ৩০বছরের মধ্যে।

বুধবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয় যদি করোনায় সংক্রমণে মৃত্যুর সংখ্যা কমাতে হয় তবে সেক্ষেত্রে প্রথমে চিকিৎসকদের দিয়েই শুরু করতে হবে। কারণ এই পরিস্থিতিতে একমাত্র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই নিজেদের জীবন বাজি রেখে খুব সামনে থেকে মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। ফলে এই পরিস্থিতিতে সর্বপ্রথম চিকিৎসকদের সুরক্ষা অত্যন্ত জরুরী। নয়তো ভবিষ্যতে করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের পক্ষে পর্যাপ্ত চিকিৎসক ও পরিষেবা পাওয়ার সম্ভাবনা খুবই কম।

RELATED ARTICLES

Most Popular