Homeএখন খবরBoy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত বছর বয়সী এক খুদের উপস্থিত বুদ্ধির জোরে। ক্লাস টু তে পড়া ওই ছোট্ট খুদে রেল লাইনে ফাটল দেখে মাকে গিয়ে জানায়।। ছোট্ট ওই শিশুটির নাম দ্বীপ নস্কর। তার মা সোনালী নস্কর বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত প্রতিবেশী মহিলাদের খবর দেন এবং তারা সকলে মিলে লাল কাপড় দেখিয়ে শিয়ালদহ ক্যানিং লোকাল ট্রেনটিকে আটকাতে সমর্থ হন।

পরে শিয়ালদহগামী ক্যানিং স্টাফ স্পেশ্যাল ট্রেনের চালকের নজরে মহিলাদের লাল কাপড় দেখানো বিপদ সংকেত পড়ে এবং বিপদ বুঝে তারা ট্রেনটিকে আটকে দেন। শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানিয়েছেন, লাইনে আগের থেকে ওয়েলডিং ছিল। সেই ওয়েল্ডিং খুলে যাওয়াতে বড়ো-সড়ো বিপদের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। তবে ওই ছোট্ট শিশুটির চোখে তা ধরা পড়ায় আগেভাগে ব্যবস্থা নিয়ে বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ওই শিশুটির জন্যই বড়োসড়ো ট্রেন দুর্ঘটনার হাত থেকে ট্রেনটিকে রক্ষা করা সম্ভব হয়েছে । তাই তাকে পুরস্কৃত করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। ওই শিশুটির পরিবারের হাতে ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়ার কথা ভাবা হয়েছে। শিশুটি যে কাজটি করেছে তার জন্য তাকে উৎসাহ দিতেই এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular