Homeরাজ্যউত্তরবঙ্গকবি শঙ্খ ঘোষের প্রয়াণের এক সপ্তাহ কাটতে না কাটতেই করোনার বলি তাঁর...

কবি শঙ্খ ঘোষের প্রয়াণের এক সপ্তাহ কাটতে না কাটতেই করোনার বলি তাঁর স্ত্রী প্রতিমা দেবী, শোকের ছায়া পরিবারে

Advertisement

নিউজ ডেস্ক: কবি শঙ্খ ঘোষের প্রয়াণের পর ৮ দিনও কাটল না, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তাঁর ৬৫ বছরের সঙ্গিনী প্রতিমা ঘোষ। কোভিড আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের  স্ত্রী প্রতিমা ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। মাত্র ৮ দিনের ব্যবধানে করোনা কেড়ে নিল প্রবীণ দম্পতির প্রাণ।

পরিবার সূত্রে খবর, প্রতিমাদেবী এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাঁকে বাড়ি থেকে স্থানান্তরিত করা যায়নি। বাড়িতেই এদিন ভোরে প্রয়াত হয়েছেন তিনি। শোকের ছায়া পরিবারে। সাতসকালে দুঃসংবাদ পেয়ে স্তব্ধ কবি পরিবারের শুভানুধ্যায়ীরাও।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। সংক্রমিত হন প্রতিমা দেবীও। কবির ইচ্ছা মেনে তারপর থেকেই বাড়িতেই তাঁদের চিকিৎসা চলছিল। গত ২১ এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। তার ঠিক ৮ দিনের মাথায় জীবনাবসান হল প্রতিমা দেবীর।

প্রতিমা দেবী জলপাইগুড়ির মেয়ে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কবির সঙ্গেই পড়াশোনা করতেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছিলেন। সঙ্গে প্রতিমা দেবীর লেখা অসংখ্য বইও আছে। ৬৫ বছরের দাম্পত্য জীবন একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খ ঘোষ এবং প্রতিমা দেবী।

Advertisement

Advertisement

RELATED ARTICLES

Most Popular