Homeএখন খবরশীত কমতেই কুয়াশার দাপট, কাঁসাই সেতুতে দুর্ঘটনায়ায় মৃত ২, কয়েক ঘন্টা বিছিন্ন...

শীত কমতেই কুয়াশার দাপট, কাঁসাই সেতুতে দুর্ঘটনায়ায় মৃত ২, কয়েক ঘন্টা বিছিন্ন খড়গপুর মেদিনীপুর

 নিজস্ব সংবাদদাতা : উষ্ণতার পারদ চড়তেই বাড়ছে কুয়াশার দাপট আর সেই কারনে দৃশ্যমানতা কমে যাওয়ায় মেদিনীপুর শহরে প্রবেশমুখে দু’দুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের, আহত হয়েছেন আরও ২জন। ভোর বেলায় প্রায় একই সময়ে দুর্ঘটনা দুটি হয়েছে কাঁসাই নদির ওপর বীরেন্দ্র সেতু ও ধর্মার মোড়ে। ঘটনার জেরে ভোর থেকে কয়েক ঘন্টার জন্য পুরোপুরি বিছিন্ন হয়ে যায় খড়গপুর মেদিনীপুরের মধ্যে যান চলাচল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার বড় দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর ব্রিজের ওপরে। ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এ মেদিনীপুর খড়গপুর সংযোগ কারি পুরনো একমাত্র সেতু। সেতুর পরিস্থিতি খারাপ থাকার কারণে ভারী যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনিক নজরদারির অভাবে তা অমান্য করেই যান চলাচল অব্যাহত। বৃহস্পতিবার রাতে  এমনই একটি ১০ চাকার পাথর চিপস বোঝাই ওভারলোড লরি পার হওয়ার সময় সেতুর মধ্যিখানেই  টায়ার ফেটে দাঁড়িয়ে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভোর বেলায়  সেতুর ওপর দিয়ে অন্য  একটি বালিবোঝাই ওভারলোড লরি পার হচ্ছিল। মেদিনীপুর থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সরাসরি দাঁড়িয়ে থাকা লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ধাক্কা মারা লরিটি  সরে গিয়ে রাস্তা প্রায় বন্ধ করে দিলেন যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাস্থলে পুলিশ ক্রেন নিয়ে গিয়ে বালি লরি ভেঙে ভেতর থেকে চাল খালাসি কে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। তাদের পরিচয় জানার চেষ্টা করছে কোতোয়ালি থানার পুলিশ।অন্যদিকে এই ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়। ভোর থেকেই ওই রাস্তা পুরোপুরি বন্ধ থাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দীর্ঘক্ষণ যানজটে আবদ্ধ থেকে কোনভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দুই মোটরবাইক আরোহী। ওই সময় মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মের কাছে ওই বাইক আরোহীদের অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে দুই বাইক আরোহী গুরুতর জখম হয়। তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বেলা ১১টা অবধি খড়গপুর-মেদিনীপুর যান চলাচল স্বাভাবিক হয়নি বলেই জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular