Homeআন্তর্জাতিকমর্মান্তিক পথ দুর্ঘটনায় আমেরিকায় নিহত দুই ভারতীয় পড়ুয়ার

মর্মান্তিক পথ দুর্ঘটনায় আমেরিকায় নিহত দুই ভারতীয় পড়ুয়ার

নিজস্ব সংবাদদাতা: গত বৃহস্পতিবার মধ্যরাতে (২৮ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময়) এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় ছাত্রছাত্রীর।  মর্কিন যুক্তরাষ্ট্র টেনেসি প্রদেশের ঘটনায় মৃত দুই ভারতীয় পড়ুয়ার নাম জুডি স্ট্যানলি (২৩) এবং বৈভব গোপিসেটি(২৬)।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে টেনেসির  স্টেট ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচারে ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন ওই দুই যুবক-যুবতী। গত ২৮ নভেম্বর রাতে বিখ্যাত অনুষ্ঠান থ্যাঙ্কসগিভিং নাইট দেখে ফেরার পথে টেনেসির সাউথ ন্যাশভিল এলাকায় মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাস্তার ওপর ট্রাফিক সিগন্যালে লাল জ্বলতে থাকায় নিজেদের নিশান সেন্ট্রা গাড়িতে সবুজ আলোর জন্য অপেক্ষায় ছিলেন ওই দুই তরুন তরুনী। ওই সময় একটি পিক আপ ট্রাক দুরন্ত গতিতে এসে ধাক্কা মারে গাড়িটিকে। রাস্তার পাশে থাকা একটি বেরিয়ার অতিক্রম করে গাড়িটি আছড়ে পড়ে ওয়ালমার্ট আউটলেটের সামনে থাকা একটি গাছের ওপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অসম্ভব সম্ভাবনাময়, মেধাবী ও পরিশ্রমী ওই দুই পড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যাপক ভরত পোখারেল জানিয়েছেন, ‘আমরা এমন দু’জনকে হারালাম যাঁদের মধ্যে প্রোথিত হয়েছিল অসম্ভব সম্ভাবনাময়তা। এই দুঃখ মোচনের কোনও জায়গা নেই।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার ন্যাশভিল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ নভেম্বর টেনেসির হার্ডিং প্লেসের কাছে অবস্থিত ন্যাশভিল পিকের কাছে দুর্ঘটনা ঘটে। প্রথমে ঘাতক গাড়ি ও তার চালকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। কিন্তু, লুকআউট নোটিস জারি হওয়ার পরেই পুলিশের কাছে এসে আত্মসমপর্ণ করে সে। যদিও তদন্তকারীদের কোনও প্রশ্নের উত্তর দিতে চাইছে না ডেভিড।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই ডিগ্রি কলেজেরই এক সহপাঠি শরৎ জুলাকান্তি একটি পোষ্ট মারফৎ জানিয়েছেন, জুডি উঠে এসেছিল একেবারে পাতি মধ্যবিত্ত পরিবার থেকে। তার দু’চোখে ছিল খাদ্য বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে, বিশেষ করে আর্ত সেবায় সে নিজেকে উজাড় করে দিত। ভীষন প্রাণচঞ্চল ছিল দুজনেই।”
শরৎয়ের এই পোষ্টের মাধ্যম পড়ুয়ারা ৪২হাজার মর্কিন ডলার তুলে দুয়েছেন মৃতদেহ গুলি ভারতে ফেরানো ও সৎকারের জন্য। 

RELATED ARTICLES

Most Popular