Homeএখন খবরবাস্তু মতে ঘরে আয়না রাখার সময় খেয়াল রাখুন এই সকল বিষয়, সুখ-সমৃদ্ধিতে...

বাস্তু মতে ঘরে আয়না রাখার সময় খেয়াল রাখুন এই সকল বিষয়, সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে জীবন

নিউজ ডেস্ক: আমাদের সকলের বাড়ীতেই আয়না রয়েছে। আর আয়নায় ঘুরে ফিরে মুখ দেখার অভ্যাসটাও কিন্তু অনেকেরই থাকে। তবে এই অভ্যাস অনেক সময়ে বিপদ ডেকে আনতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে, আমাদের জীবনে সৌভাগ্য বা দুর্ভাগ্যের আনাগোনায় আয়নার গুরুত্ব রয়েছে যথেষ্ট। বাস্তুমতে আয়না ঘরের বিশেষ কয়েকটি দিকে রাখলে , তা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। জেনে নিন আয়না নিয়ে গুণাগুণের কয়েকটি দিক।

জেনে নিন, আয়না ঘরে কীভাবে রাখবেন?
শোওয়ার ঘরে আয়না রাখা খুব একটা সুখকর নয়। বাস্তুবিদদের মতে, বিছানায় শোওয়া অবস্থায় যেন তার প্রতিবিম্ব আয়নায় না পড়ে । বাস্তুশাস্ত্রবিদরা বলছেন , এতে জীবনে সমস্যা আসতে পারে। ঘটে যেতে পারে বিপদ। তাই শোওয়ার সময় কোনও কাপড় দিয়ে আয়না ঢেকে রাখুন ।

কোথায় আয়না রাখা উচিৎ নয়-
বাড়ীতে ঢোকার মুখেই আয়না রাখবেন না। বাড়ীতে প্রবেশের সময় আর বেরোনোর সময় কারও প্রতিবিম্ব আয়নায় না পড়াই মঙ্গল। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের।

আয়না কোন দিকে রাখবেন-
আয়না রাখুন বাড়ীর উত্তর পূর্ব দিকে। এতে আপনার জীবনে সুখ শান্তি বজায় রাখবে।

বাথরুমে আয়না লাগেই। তবে সেই আয়না পরিষ্কার রাখা অপরিহার্য। আয়নায় সাবান বা জলের ছিটে লেগে থাকলে , তা পরিষ্কার করে রাখাই শ্রেয়। এই কাজটি ফেলে রাখবেন না যেন।

এছাড়াও আয়তাকার বা বর্গাকার আয়নাই ঘরের পক্ষে শুভ। এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। আর ভাঙা আয়না ঘরে না রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে আপনার সুখ সমৃদ্ধিতে বাধা আসতে পারে।

ঘরে বাস্তুদোষ থাকলে তা কাটাতে সাহায্য করবে আয়না। ঘরে যদি বাস্তু দোষ থাকে, তাহলে তা কাটাতে দুটি আয়না মুখোমুখি রাখুন। প্রতিবিম্ব অনেক সময় শুদ্ধিকরণ করে বলে দাবী শাস্ত্রজ্ঞদের।

RELATED ARTICLES

Most Popular