Homeএখন খবরফের বলিউডে মাদক যোগ! মাদককাণ্ডে বলিউড অভিনেতা অর্জুন রামপালকে সমন পাঠালো এনসিবি

ফের বলিউডে মাদক যোগ! মাদককাণ্ডে বলিউড অভিনেতা অর্জুন রামপালকে সমন পাঠালো এনসিবি

ওয়েব ডেস্ক : সুশান্ত মৃত্যুর পর থেকেই মাদক মামলা যেন পিছন ছাড়ছে না বলিউডের। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশ্মা প্রকাশের বাড়ি তল্লাশি করে মাদক বাজেয়াপ্ত করেছিল এনসিবি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার মাদক মামলায় বলিউড অভিনেতা অর্জুন রামপালকে সমন পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা গিয়েছে, আগামী ১১ নভেম্বর অর্জুন রামপালকে মুম্বইয়ের এনসিবির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে।

এর আগে দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশের বাড়িতে আচমকা হানা দিয়েছিল এমসিবি। সোমবারও একই ঘটনা ঘটলো। জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের পর অর্জুন রামপালের নাম উঠে আসে। এরপরই সোমবার সকাল ৭টা নাগাদ মুম্বইতে আচমকা অর্জুন রামপালের বাড়ি এবং অফিসে তল্লাসি শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে শুধুমাত্র অর্জুন রামপালের বাড়িই নয়, অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে মুম্বইয়ের খার, ব্যান্দ্রা এবং অন্ধেরিতেও এদিন তল্লাশি চালানো হয়। তবে বলিউড অভিনেতা অর্জুন রামপালের বাড়ি এবং অফিসে তল্লাসির জেরে কোনও মাদক উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত এনসিবি-র তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। এরপরই এদিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে অভিনেতাকে সমন পাঠানো হয়।

এদিকে কিছুদিন আগেই মাদকযোগে অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা দাদা অ্যাজিসিওলাসকে গ্রেফতার করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জানা গিয়েছে, মাদক কারবারী এবং পাচারকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল গ্যাব্রিয়েলা দাদা অ্যাজিসিওলাসের। সে কারণেই দক্ষিণ আফ্রিকার বাসিন্দাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত, কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের করিশ্মা প্রকাশের বাড়িতে মাদক মজুতের খবর পেয়ে আচমকা তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোটা বাড়ি তল্লাশি চালিয়ে তদন্তকারী আধিকারিকরা করিশ্মার বাড়ি থেকে ১.৮ গ্রাম হ্যাশ সহ বেশ কয়েকটি সিবিডি অয়েলের ফাঁকা বোতল উদ্ধার করেন। তারপরই করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদের পর ফের তাকে সমন পাঠানো হয়। কিন্তু সে সময় কারিশ্মার খোঁজ মেলেনি। এদিকে করিশ্মার খোঁজ না মেলায় এনসিবি-র তরফে তাঁর মায়ের কাছে পৌঁছে দেওয়া হয় সমনের প্রতিলিপি। পাশাপাশি কারিশ্মার কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের দফতরেও করিশ্মার সমন পাঠানো হয়। ওই ঘটনার পরই কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট থেকে ইস্তফা দেন করিশ্মা প্রকাশ। যদিও ট্যালেন্ট ম্যানেজমেন্ট থেকে ইস্তফা দিলেও, করিশ্মার খোঁজ মেলেনি। শেষমেশ গত বুধবার এনসিবির দফতরে হাজির হন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার। এরপরই জানা যায় করিশ্মা প্রকাশ ইতিমধ্যেই আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন।

RELATED ARTICLES

Most Popular