Homeএখন খবরকরোনা পরিস্থিতিতেই কলেজ গুলিতে শুরু হতে চলেছে ভর্তি প্রক্রিয়া

করোনা পরিস্থিতিতেই কলেজ গুলিতে শুরু হতে চলেছে ভর্তি প্রক্রিয়া

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর চলতি মাসেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। কবে কলেজগুলিতে ভর্তির প্রকিয়স শুরু হবে এই নিয়ে পড়ুয়াদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। সব উদ্বেগ কাটিয়ে অবশেষে স্নাতক পর্যায়ের ভরতির প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১০ অগস্ট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভরতি প্রক্রিয়া চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রত্যেক বছরের মতো এবছরও রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা মেনে অনলাইনে বি.এ, বি.এসসি, বি.কম (অনার্স বা জেনারেল বা মেজর), বি.এমউএস (অনার্স বা জেনারেল) এবং বি.বি.এ (অনার্স) কোর্সে আগামী ১০ ই আগস্ট থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে। তবে করোনা পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবছর অফলাইন প্রক্রিয়া চালু হবে না। এবছর পুরো প্রক্রিয়াটাই অনলাইনে করতে হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ :
১) অনলাইনে আবেদন শুরু : ১০ অগস্ট, ২০২০।
২) মেধাতালিকা প্রকাশ : আগামী ২৮ আগস্ট।
৩) ভর্তি প্রক্রিয়া শুরু : আগামী ১ সেপ্টেম্বর
৪) ভর্তির শেষ তারিখ : আগামী ২৫ সেপ্টেম্বর

অন্যদিকে গত ২০ শে জুলাই থেকে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পুরোদমে শুরু হয়ে গিয়েছে স্নাতক পর্যায়ের আবেদন প্রক্রিয়া উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা কলেজের অফিসয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।

আবেদন করা যাচ্ছে:                                    বি.এ :                                                              ১) ইংরেজি অনার্স
২) রাষ্ট্রবিজ্ঞান অনার্স
৩) সমাজবিজ্ঞান অনার্স
৪) বাংলা অনার্স
৫) বি.এ. পাস (ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান)

বি.এসসি :                                                       ৬) ফিজিক্স অনার্স
৭) কেমিস্ট্রি অনার্স
৮) ম্যাথেমেটিক্স অনার্স
৯) কম্পিউটার সায়েন্স অনার্স
১০) স্ট্যাটিস্টিকস অনার্স
১১) অর্থনীতি অনার্স
১২) মাইক্রোবায়োলজি অনার্স
১৩) মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিয়োগ্রাফি

বি.কম :
১৪) বি.কম অনার্স
১৫) বি.কম অনার্স, মর্নিং সেকশন (শুধু ছেলেদের জন্য)
১৬) বি.কম ইভিনিং, মর্নিং সেকশন
ম্যানেজমেন্ট :
১৭) ম্যানেজমেন্ট স্টাডিজ

চলুন দেখে নেওয়া যাক কলেজে ভর্তির ক্ষেত্রে আবেদন ফি কত লাগবে:                                 ১) ম্যানেজমেন্ট স্টাডিজ, বি.এসসি, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিয়োগ্রাফি কোর্সে আবেদনের জন্য ১,০০০ টাকা লাগবে।।             ২) অন্য কোর্সে ৫০০ টাকা লাগবে।         গুরুত্বপূর্ণ তারিখ :                                           ১) আবেদনের শুরুর তারিখ : ১৪ জুলাই, ২০২০।
২) আবেদনের শেষের তারিখ : ২০ অগস্ট, ২০২০।

RELATED ARTICLES

Most Popular