Homeএখন খবরআদিবাসীরাই শুধু এদেশের প্রকৃত অধিবাসী বাকি সবাই অনুপ্রবেশকারী, রাজ্যে সার্কাস...

আদিবাসীরাই শুধু এদেশের প্রকৃত অধিবাসী বাকি সবাই অনুপ্রবেশকারী, রাজ্যে সার্কাস চলছে, বললেন অধীর

নিজস্ব সংবাদদাতা: দেশের কুড়মি জনজাতি গোষ্টিকে তপশিলী উপজাতি তালিকা ভুক্ত করার জন্য সংসদে দাবি তুলেছেন কংগ্রেসের সংসদীয় দল নেতা অধীর চৌধুরী দাবি করেছিলেন। শুক্রবার ঝাড়গ্রাম শহরের তাঁকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন কুড়মি সমাজ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সভায় কংগ্রেস সাংসদ বলেন,” সারাদেশেই  অনুপ্রবেশকারী বলে আলোচনা হচ্ছে কথা হচ্ছে । কিন্তু আমি মনে করি এখানকার আদিবাসী মানুষ ছাড়া ভারতে যারা আছে তারা সবাই অনুপ্রবেশকারী । আমরা বাইরে থেকে এসে আপনাদের জমি দখল করেছি ঘর দখল করেছি সম্পদ দখল করেছি এবং আপনাদের জঙ্গল ছেড়ে দিয়েছি যেখানে হাতি বাঘের সঙ্গে প্রতিদিনই লড়াই হচ্ছে আপনাদের এই জল জঙ্গল জমিন সবই আপনাদের ।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অধীর জানান, ”আমি পার্লামেন্টে এই বিষয়টি তুলে ধরেছি তার মানে এটি লিপিবদ্ধ হয়েছে । আমি যখন পার্লামেন্টে বলি তখন আমার পাশেই সোনিয়া গান্ধী বসেছিলে তিনি জানতে চেয়েছিলেন এই বিষয়টি কি । তখন আমি বলেছিলাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খন্ড উড়িষ্যা রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্রায় কয়েক লক্ষ কুড়মি মানুষের বাস রয়েছে তারা সিডিউল ট্রাইল সিডিউল হওয়ার দাবী জানাচ্ছেন । তখন সোনিয়া গান্ধী আমাকে বলেছিলেন বিহারের নিতিশ কুমার ও তো কুড়মি । আমি বলেছিলাম ওরা হচ্ছে ওবিসি এবং কিন্তু এখানকার কুড়মিরা সিডিউল ট্রাইব হওয়ার অধিকার চাইছেন।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনই পশ্চিম মেদিনীপুরে যুব কংগ্রেস আহুত এক সভায় জাতীয় নাগরিক পঞ্জি আর সংশোধিত নাগরিক আইন নিয়ে তৃণমূল আর বিজেপির গোপন বোঝাপড়া রয়েছে বলে তিনি দাবি করেন।
রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কে সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি মন্তব্য কটাক্ষ করেন ,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলায় সার্কাস চলছে, রাজভবন ও নবান্ন ভবনের দুই মাথা সার্কাসের দুই জোকার। তাঁর দাবি এনপিআর প্রশ্নে তৃণমূলকে একহাত নিয়ে বলেন, মানুষকে বোকা বানাতে চাইছে তৃনমূল। বিজেপির মত তারাও মানুষকে আশংকা আর আতঙ্কের মধ্যে রেখে মানু্ষের মূল সমস্যা গুলি আড়াল করতে চাইছে। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তৃণমূল। 

RELATED ARTICLES

Most Popular