Homeএখন খবরখুব শীঘ্রই হোয়াটসঅ্যাপেও দেখা যাবে বিজ্ঞাপন আয়ের নতুন রাস্তা খুলতে চাইছে হোয়াটসঅ্যাপ

খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপেও দেখা যাবে বিজ্ঞাপন আয়ের নতুন রাস্তা খুলতে চাইছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল ডেস্ক: এখন হোয়াটসঅ্যাপে প্রায় দুই বিলিয়ন ব্যবহারকারী রয়েছেন তাদের মধ্যে প্রত্যেকে প্রতিদিন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাই হোয়াটসঅ্যাপ মালিকানাধীন সমস্ত ফেসবুক এবার থেকে হোয়াটসঅ্যাপেও এডস চালানোর কথা ভাবছে। মেসেজের মধ্যে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা থেকে সরে এলেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা বজায় রাখছে কোম্পানি।

তবে অনেকের মনে প্রশ্ন আসছে যে হোয়াটসঅ্যাপে কিভাবে এ্যাডস দেখাবে কারণ হোয়াটসঅ্যাপ আগেই জানিয়েছে যে হোয়াটসঅ্যাপের মেসেজ গুলি ইন্ড টু ইন্ড এনক্রিপশন এর মাধ্যমে নিরাপত্তা দেওয়া হয় তার মানে কোন মেসেজ হোয়াটসঅ্যাপ এর সমস্ত কনভারসেশন হোয়াটসঅ্যাপ নিজেও পড়তে পারবে না। ফলে হোয়াটসঅ্যাপে ইউজারদের পছন্দমত এড কীভাবে দেবে কারন সমস্ত তথ্যই গোপন থাকছে।

তবে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ফেসবুকের তথ্যকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড দেখাতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাঃ বলে কিছু থাকবে না এক্ষেত্রে অনেক ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন এবং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ সম্বন্ধে ফেসবুক কিছু জানায়নি।

ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে স্টোরিতে আমরা যে ধরনের এড দেখে সেরকমই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস গুলোতেও এডস দেখতে পাবো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা খুব শীঘ্র হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে এডস ইমপ্লিমেন্ট করতে চলেছে যা তাদের আয়ের একি একটি নতুন পথ দেখাবে বলে মনে করা হচ্ছে। যদিও ঠিক কবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular