Homeএখন খবর৩০ দিন পর জামিন মিলল রিয়ার মঞ্জুর বম্বে হাইকোর্টের

৩০ দিন পর জামিন মিলল রিয়ার মঞ্জুর বম্বে হাইকোর্টের

ওয়েব ডেস্ক : সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে নেমে মাদকযোগে জড়িত থাকায় সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। প্রায় মাস খানেক মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী থাকার পর অবশেষে বুধবার জামিনের আবেদনে রায় দিল বম্বে হাইকোর্ট। তবে এদিন রিয়া চক্রবর্তীকে জামিন দিলেও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর জামিন খারিজ করেছে বম্বে হাইকোর্ট। সুতরাং আপাতত জেলেই থাকতে হবে শৌভিককে। জানা গিয়েছে, এদিন এক লাখ টাকার বন্ডে জেল থেকে মুক্তি পেতে চলেছে রিয়া চক্রবর্তী।

এদিকে মঙ্গলবারই রিয়া, শৌভিক সহ আরও ১৮ জনের ২০ অক্টোবর অবধি বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছিল সেশন কোর্ট। তবে এর আগে প্রথমবার সেশন কোর্টে রিয়া শৌভিকের জামিনের আবেদন করায় সেই আবেদন খারিজ করেছিল সেশন কোর্ট। এর পর পরই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রীর আইনজীবি সতীশ মানশিন্ডে।
সে অনুযায়ী এদিন রিয়া চক্রবর্তীকে জানিন দেয় বম্বে হাইকোর্ট। তবে বুধবার শুধুমাত্র রিয়া চক্রবর্তীই নয়, একই সাথে এদিন জামিন পেয়েছে সুশান্ত সিং রাজপুতের বাড়ির হাউজ হোল্ড স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্ত। তবে এরা জামিন পেলেও এদিন জামিন পাননি শৌভিক চক্রবর্তী ও আবদুল বাসেত পারিহারও। তবে এদিন সরকারের তরফে জামিনের নির্দেশ এক সপ্তাহ পর দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সরকার পক্ষের এই প্রস্তাবে রাজি হননি বিচারক কোটওয়ালের বেঞ্চ। তারা জানায় যে খুব কড়া শর্ত দেওয়া হয়েছে জামিন প্রদানের জন্য।

কি সেই কড়া শর্ত?

জানা গিয়েছে, আদালতের তরফে রিয়াকে আগামী দশ দিনে থানায় প্রতিদিন হাজিরা দিতে যেতে হবে। একই সাথে তাঁর পাসপোর্ট থানায় জমা রাখতে হবে। শুধু তাই নয়, এই মামলার বিচার চলাকালীন তিনি নিজের ইচ্ছায় বিদেশ কিংবা অন্যান্য জায়গায় যেতে পারবেন না৷ বিদেশে যাওয়ার আগে তাকে আদালতের অনুমতি নিতে হবে৷ এমনকী গ্রেটার মুম্বই ছাড়ার আগেও তাকে এই মামলার তদন্তকারী আধিকারিকদের জানিয়ে যেতে হবে। তদন্তকারী অফিসারদের। এদিকে রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মুক্তিতে সুর চড়িয়েছেন করিনা কাপুর খান, স্বরা ভাস্কর সহ বলিউডের মহিলা বাহিনী। শুধু তাই রিয়ার মুক্তির দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

RELATED ARTICLES

Most Popular