Homeএখন খবরএকদিনের স্বস্তির পর আবারও ঊর্ধ্বমুখী করোনার মৃত্যুর গ্রাফ

একদিনের স্বস্তির পর আবারও ঊর্ধ্বমুখী করোনার মৃত্যুর গ্রাফ

নিউজ ডেস্ক: আগের দিনের তুলনায় করোনায় আজ,অর্থাৎ শুক্রবার করোনা সংক্রমণের কম মামলা নথিভুক্ত হয়েছে। কিন্তু অন্যদিকে মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ২৫৯,৫৫১ টি নতুন করোনার কেস এসেছে এবং ৪২০৯ আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে,একদিনে ৩,৫৭,২৯৫ লোক করোনামুক্ত হয়েছেম। অর্থাৎ, ১ লক্ষ ১ হাজার ৯৫৩ অ্যাক্টিভ কেস হ্রাস পেয়েছে। এর আগে বুধবার ২.৭৬ লক্ষ নতুন কেস এসেছে এবং ৩৮৭৪ আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছিল।

২০ শে মে অবধি দেশজুড়ে ১৯ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৫০৩ করোনার ডোজ দেওয়া হয়েছে। আগের দিন ১৪ লক্ষ ৮২ হাজার ৭৫৪ টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই সময়ে, এ পর্যন্ত ৩২ কোটিরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। আগের দিন প্রায় ২০ লক্ষ করোনার নমুনা পরীক্ষা নেওয়া হয়েছিল, যার পজিটিভ হার ১৪ শতাংশের বেশি।

আজ করোনার সর্বশেষ পরিস্থিতি-
মোট করোনার কেস – ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১।
মোট টেস্ট – ২ কোটি ২৭ লাখ ১২ হাজার ৭৩৫ ।
মোট অ্যাক্টিভ কেস – ৩০ লাখ ২৭ হাজার ৯২৫ টি।
মোট মৃত্যু- ২ লাখ ৯১ হাজার ৩৩১ জ।ন

দেশে করোনার মৃত্যুর হার ১.১১ শতাংশ এবং পুনরুদ্ধারের হার ৮৬ শতাংশেরও বেশি। অ্যাক্টিভ মামলাগুলি হ্রাস পেয়ে ১২ শতাংশ হয়েছে। করোনার অ্যাক্টিভ মামলায় ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। সংক্রামিত মোট সংখ্যার দিক থেকেও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরে ভারতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভারতে মারাত্মক করোনার ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের মাঝে ৮ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়ার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে । যদিও বিদেশমন্ত্রক বলেছে যে, সরকার যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করছে, তবে এখনও পর্যন্ত ভারত কী পরিমাণ ডোজ গ্রহণ করবে, সে সম্পর্কে কোনও তথ্য নেই। ভারতকে ৮-৬ কোটি টিকা দেওয়ার দাবি উঠেছে।

অন্যদিকে,আগের দিনের তুলনায় বৃহস্পতিবার সামান্য বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমন। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,০৯১ জন এবং মৃত ১৬২ জন। এর আগে বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ১৫৭ জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩,৮৯৫।

বুলেটিন অনুযায়ী রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১২,০৯,৯৫৮ জন। পাশাপাশি সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন, ১১, ৯০,৮৬৭ জন। রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৮,৯১০জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০,৬৪,৫৫৩ জন।

RELATED ARTICLES

Most Popular