Homeএখন খবররেকর্ড আক্রান্তের পর এবার সুস্থতাতেও নজির রাজ্যের, ২৪ ঘন্টায় সুস্থ ৫০৫ জন

রেকর্ড আক্রান্তের পর এবার সুস্থতাতেও নজির রাজ্যের, ২৪ ঘন্টায় সুস্থ ৫০৫ জন

ওয়েব ডেস্ক : বেশ কিছুদিন ধরে রাজ্যে ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণের পর ধীরে ধীরে রাজ্যে সংক্রমণের হার নিম্নমুখী হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে। একঝলক সংখ্যাটা দেখলে আতকে উঠলেও ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কিন্তু অর্ধেকেরও কম। বরং সুস্থতার মাত্রাই বেশি। অন্তত স্বাস্থ্যদফতরের রিপোর্ট কিন্তু তাই বলছে।

রাজ্য স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯১ জন। যা মঙ্গলবারে তুলনায় বেশ খানিকটা কম। এ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৩০০ জন। বর্তমানে রাজ্যে করোনায় চিকিৎসাধীন ৫,২৬১ জন। তবে জেলার দিকে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হলেও কলকাতায় সংক্রমণের সংখ্যা অনেকটাই বেশি। কলকাতায় ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১৪৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮৯ জন। কলকাতায় মৃতের সংখ্যা ৩০৮জন।

তবে এই মুহূর্তে আক্রান্তের তুলনায় ক্রমশই বাড়ছে সুস্থতার হার। যা নিঃসন্দেহে রাজ্যবাসীর কাছে সুখবর। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫০৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ৬ হাজার ৫৩৩ জন। সুতরাং এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৫৩.১১% গতকাল সুস্থতার হার ছিল ৫০.১৬%। তবে সুস্থতার পাশাপাশি গত একদিনে রাজ্যে করোনার বলি ১১ জন। এখনও পর্যন্ত এরাজ্যে মোট করোনায় মৃত ৫০৬ জন।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন। এদিনতিনি জানান এখনও পর্যন্ত সাড়ে ৩ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। এর জেরেই এত দ্রুত রোগ চিহ্নিত করা সম্ভব হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular