Homeএখন খবরটানা ৫ দিন পতনের পর বুধবার ফের ঊর্ধমুখী সোনা, বাড়লো রূপোর দর

টানা ৫ দিন পতনের পর বুধবার ফের ঊর্ধমুখী সোনা, বাড়লো রূপোর দর

ওয়েব ডেস্ক : চলতি সপ্তাহে রেকর্ড হারে সোনার দামের পতনের পর বুধবার ফের সোনার দামের মূল্যবৃদ্ধি৷ বুধবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম অক্টোবর গোল্ড ফিউচার্সের দাম ০.৪ % বেড়েছে। এর জেরে এদিন সোনার দাম বেড়ে দাঁড়াল ৫১,১৩৯ টাকা। তবে এদিন সোনার দাম ঊর্ধমুখী হলেও গত ৭ অগস্টের রেকর্ড দামের তুলনায় বর্তমানে সোনার দাম প্রায় ৫,০০০ টাকা কম। সেদিন ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা।

বুধবার কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০৩৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১,২৮৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১,১৩৯ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১১৩৯০ টাকা। পাশাপাশি এদিন ২৪ ক্যারেট সোনার দামেও বেশখানিকটা মূল্য বৃদ্ধি হয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম সোনার দাম ৫১৩৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১০৮৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১৩৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১৩৬০০ টাকা।

এদিকে গত কয়েকদিনে সোনার পাশাপাশি রূপোর দামও বেশ খানিকটা নিম্নমুখী ছিল। চলতি সপ্তাহে রূপোর দামে ২% পতন হয়েছিল। সেখান থেকে বুধবার এক কেজি সিলভার ফিউচার্সের দাম বেড়েছে ০.৬%। এদিন রূপোর দাম বেড়ে হয়েছে ৬৪,৩৭৯ টাকা। বুধবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬৪.৫১ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫২৪.০৮ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৫৫.১০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৫৫১ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৪,৩৭৯ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখনও পর্যন্ত অবিচল রয়েছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৯২৭.২৬ ডলারে পৌঁছেছে।

RELATED ARTICLES

Most Popular