Homeএখন খবররেড জোনে ফের কোভিড পজিটিভ, উদ্বেগ হলদিয়া ও পূর্ব মেদিনীপুরে

রেড জোনে ফের কোভিড পজিটিভ, উদ্বেগ হলদিয়া ও পূর্ব মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা: আক্রান্তের সিংহভাগই কোভিড নেগেটিভ হয়ে যখন আশার আলো দেখাচ্ছিল তখন ফের এক করোনা আক্রান্তের খোঁজ মেলায় উদ্বেগ বাড়ল পূর্ব মেদিনীপুরের। এগরা হলদিয়া ও তমলুক এই তিন জায়গায় একের পর পজিটিভ আসায় কেন্দ্রের প্রথম তালিকায় থাকা চার রেড জোনের সঙ্গে পূর্ব মেদিনীপুরও জুড়ে গেছিল। দ্বিতীয় দফায় কেন্দ্রের পাঠানো ১০ জোনেও রয়ে গেছে পূর্ব মেদিনীপুর। যদিও প্রায় ৯৯% সুস্থ হয়ে উঠেছেন।এই অবস্থায় ফের আক্রান্তের খবর দুশ্চিন্তায় ফেলে দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর , করোনা আক্রান্ত ওই ব্যক্তি পেশায় ট্রাক ড্রাইভার। ওড়িশার বাসিন্দা। পণ্যবাহী ট্রাক নিয়ে ২৪ এপ্রিল হলদিয়া এসেছিলেন। অসুস্থ হয়ে নিজেই গেছিলেন হাসপাতালে। সন্দেহজনক উপসর্গ থাকায় ২৬ এপ্রিল থেকে ভর্তি ছিলেন হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্ৰহ করা হয়েছিল। শনিবার রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে পাঁশকুড়ার বড় মা করোনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মন্ডল।
শনিবারের এই ঘটনা ধরলে জেলায় মোট আক্রান্ত ২৮ জন যার মধ্যে হলদিয়ারই ১০ জন। ১ বৃদ্ধের মৃত্যু হলেও সুস্থ হয়ে গেছেন ২৪ জনই এবং চিকিৎসাধীন ৩ জন। নিশ্চিতভাবেই পরিসংখ্যান যথেষ্ট আশা ব্যঞ্জক কিন্ত দুশ্চিন্তা বাড়ল অন্য জায়গায়। ভিনরাজ্য থেকে আসা ওই চালক থেকে আরও কারও সন্ক্রমনের সুযোগ রয়েছে গেছে কিনা সেটা খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। সেই কাজেই ব্যস্ত স্থানীয় প্রশাসন।

এদিকে হাওড়ার করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা রামনগর ১ ব্লকের মানিকাবসান গ্রামের ল্যাবকর্মী যুবক সহ ৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ সুব্রত রায়।

RELATED ARTICLES

Most Popular