Homeএখন খবরউদ্বোধন হল তিন দিনের কাটোয়া ২ ব্লকের কৃষি মেলার

উদ্বোধন হল তিন দিনের কাটোয়া ২ ব্লকের কৃষি মেলার

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ
এবছরের কাটোয়া ২নং ব্লকের মাটি,  কৃষি,  উদ্যান পালন, মৎস্য, খাদ্য,  কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা শুরু হল পূর্ব বর্ধমানের কাটোয়ার  সিঙ্গি গ্রামে কাশীরাম দাস স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে রবিবার। এই মেলা চলবে তিনদিন ব্যাপী । এই  মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিম বঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ও মাঝারি, ক্ষুদ্র, ছোট উদ্যোগ,  কুটির শিল্প ও বস্ত্র বিভাগের  মন্ত্রী  স্বপন দেবনাথ ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়া উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্রোপাধ্যায় , পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,  জেলা পরিষদের সদস্যদ্বয় মন্ডল আজিজুল,  তুষার সামন্ত,  কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত , কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  সুব্রত মজুমদার সহ সকল কর্মাধ্যক্ষ, সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জ্জী, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান
গৌতম ঘোষাল,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জি সহ সকল গ্রাম পঞ্চায়েত সমূহের প্রধান,কাটোয়া ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক শমীক পাণিগ্রাহী,  সহ কৃষি অধিকর্তা সুমনা মন্ডল,  সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন মন্ডল, মৎস্য সম্প্রসারণ আধিকারিক অসীম নন্দী সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ । স্বাগত ভাষণ দিয়ে সহ কৃষি অধিকর্তা সুমনা মন্ডল ব্লকের কৃষি সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্যের মন্ত্রী  স্বপন দেবনাথ সরকারের  কৃষি ও প্রাণী সম্পদ দফতরের বিভিন্ন কাজের সুযোগ গ্রহণের  পাশাপাশি সরকার কর্তৃক নূন্যতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের সুবিধা গ্রহণে সকল চাষীদের এগিয়ে আসার আহ্বান জানান ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্রোপাধ্যায়  ও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া । তাঁরা সরকারি প্রকল্পগুলির সুযোগ গ্রহণে সকল সাধারণ মানুষকে এগিয়ে আসতে অনুরোধ করেন ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সমষ্টি উন্নয়ন আধিকারিক শমীক পাণীগ্রাহী  তাঁর ভাষণে এই মেলায় কৃষির পাশাপাশি সরকারের সব দফতরে কি কি উন্নয়নমূলক কার্যক্রম চলছে তা স্থানীয় জনসাধারণকে বিভিন্ন স্টলে পরিদর্শন করে জেনে নিতে অনুরোধ করেন।।প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।ঘোড়ানাচ, নৃত্যানুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান নাটক,লোকসংগীত, আধুনিক গান সহ রন্ধন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানা যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উদ্যান পালন বিষয়ক আলোচনা,কৃষি বিপণন বিষয়ক আলোচনা,প্রাণীসম্পদ বিষয়ক আলোচনা,মৎস্য বিষয়ক আলোচনাও রয়েছে।মেলায় রয়েছে ২০ টির মতো  স্টল।এই অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথ  নির্বাচিত ২৭ জন উপভোক্তাকে প্রত্যেককে ৫টি করে উন্নতমানের ছাগল তুলে দেন।

RELATED ARTICLES

Most Popular