Homeএখন খবরকরোনায় আক্রান্ত আলিপুর আদালতের বিচারক, ১১ জুন থেকে খুলছে হাইকোর্ট, আতঙ্কে আইনজীবীরা

করোনায় আক্রান্ত আলিপুর আদালতের বিচারক, ১১ জুন থেকে খুলছে হাইকোর্ট, আতঙ্কে আইনজীবীরা

ওয়েব ডেস্ক : পুলিশ কর্মী ও স্বাস্থ্য কর্মীর পর এবার করোনা হানা আদালতেও। মারণ ভাইরাসে সংক্রামিত হলেন আলিপুর আদালতের এক বিচারপতি। জানা গিয়েছে, গত ২৮ মে তিনি এজলাসে এসেছিলেন। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পরেন। এরপর তাকে হাসপাতালে ভরতি করে করোনা পরীক্ষা করা হলে ২রা জুন তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আদালতে থাকাকালীন তিনি কাদের সংস্পর্শে এসেছিলেন প্রশাসনের তরফে তাদের খোঁজ করা হচ্ছে।

এদিকে, বিচারকের করোনা পজিটিভ আসায় আলিপুর আদালতের আইনজীবী এবং কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। গত ২৮শে মে যেদিন ওই বিচারক আদালতে এসেছিলেন সেদিন তিনি কার কার সাথে কথা বলেছে অথবা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা হচ্ছে। এদিকে ওই বিচারক করোনায় আক্রান্ত হওয়ার পর পরই গোটা আদালত চত্বর জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে, রাজ্যে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় অন্যান্য দিনের রেকর্ড ভেঙে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০০। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১১ জনের। এই পরিস্থিতিতে ১১ জুন থেকে পুনরায় হাইকোর্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে জীবাণুমুক্তকরণের প্রক্রিয়া।

হাইকোর্টের নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে, ১১ জুন থেকে এজলাসে বিচারপতি, আইনজীবী এবং মামলাকারী সকলের উপস্থিতিতেই শুরু হবে শুনানি। তবে যেখানে দিনের পর দিন কলকাতায় বাড়ছে করোনার সংখ্যা সেখানে এই পরিস্থিতিতে হাইকোর্ট খোলায় স্বাভাবিকভাবেই আইনজীবীদের মধ্যে একপ্রকার চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

Most Popular