Homeএখন খবরকরোনায় আক্রান্ত অমিত শাহ, নিজেই টুইট করলেন মন্ত্রী

করোনায় আক্রান্ত অমিত শাহ, নিজেই টুইট করলেন মন্ত্রী

ওয়েব ডেস্ক : মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরেই নিজের অসুস্থতার কথা টুইট করে জানিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুদিন আগেই নিজের উদ্যোগে দিল্লিকে করোনামুক্ত করার চ্যালেঞ্জ নিয়েছিলেন শাহ। সে অনুযায়ী কথাও রেখেছেন মন্ত্রী। জানা গিয়েছে, গত কয়েকদিন যাবৎ তাঁর শরীরে বেশ কিছু করোনার উপসর্গ লক্ষ করা যায়। এরপর সন্দেহের বসেই করোনা পরীক্ষা করান শাহ। রবিবার দুপুরেই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। রিপোর্ট জানার পর পরই তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন। এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রীসভার কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত। ফলে স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত, এই খবর জানার পরই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর দেশবাসীর উদ্দেশ্যে জানান অমিত শাহ। তিনি লেখেন, “কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছি।” শুধু তাই নয়, এদিন অমিত শাহ তাঁর টুইটে জানান, গত কয়েকদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিয়ম মেনে ১৪ দিন হোম আইসোলেশনে থাকেন। একই সাথে তিনি জানান, যদি কারও সামান্য উপসর্গেরও অনুভূতি হয়, তবে সেক্ষেত্রে দ্রুত করোনা পরীক্ষার পরামর্শও দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

এদিকে দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলায় কয়েক সপ্তাহ যাবত স্বাস্থ্য আধিকারিক মন্ত্রীদের সঙ্গে লাগাতার বৈঠক করছিলেন শাহ। শুধু তাই নয়, হাসপাতালগুকির করোনা পরিস্থিতি খুটিয়ে দেখতে মাঠেও নেমে ছিলেন তিনি। আবার দুদিন আগেই বাংলা বিজেপির কয়েকজন সাংসদের সঙ্গেও বৈঠক সারেন তিনি৷ ফলে এতদিনে একাধিক মানুষের সংস্পর্শে এসেছেন তিনি। ফলে কার থেকে সংক্রমণ তাঁর শরীরে এসেছে তা বোঝা সম্ভব নয়। এমনকি তাঁর দ্বারা কেউ সংক্রমিত হয়েছে কিনা তা জানাও খুবই অসম্ভব। তারওপর আবার আগামী ৫ আগস্ট রাম মন্দিরে ভূমি পুজো। সেখানে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেখানে তিনি হাজির থাকতে পারবেন না। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ করোনায় সংক্রমিত জানার পর থেকে ইতিমধ্যেই হোম আইসোলেশনে রয়েছেন বাংলার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ বেশ কয়েকজন।

RELATED ARTICLES

Most Popular