Homeরাজ্যউত্তরবঙ্গএবার উত্তরে ধস তৃনমুলে, কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রূপম ঘোষ দল...

এবার উত্তরে ধস তৃনমুলে, কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রূপম ঘোষ দল ছাড়লেন

নিউজ ডেস্ক:বিধানসভা নির্বাচনের পূর্বে বিপর্যয়ের মেঘ কাটছে না তৃণমুলের।দিন প্রতিদিন দলের অন্দরে বাড়ছে গুমোঠ ভাব বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার বিপর্যয় উত্তরবঙ্গের তৃণমুল শিবিরে।  দল ছাড়লেন তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রুপম ঘোষ।

তিনি তাঁর দলত্যাগের কথা মেইল করে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যে সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়কে জানিয়েছেন। জানা গিয়েছে, বুধবার শিলিগুড়িতে একটি সভায় বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। যদিও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি রুপম ঘোষ।

দলত্যাগের পর রূপম ঘোষ জানান, দলের বিভিন্ন কর্মপদ্ধতি মেনে নিতে পারছিলেন না। এর আগেও দল ছাড়ার জন্য বহুবার চেষ্টা করেছিলেন। যদিও বিভিন্ন নেতা কর্মীদের অনুরোধে তা করে উঠতে পারেননি। বীতশ্রদ্ধ হয়ে উঠে সিদ্ধান্ত নেন দল ছাড়ার।এরপর বেঁছে নেবেন অন্য প্ল্যাটফর্ম।

ভোটের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের যা হিড়িক।তাতে অন্য প্ল্যাটফর্ম বলতে রূপম ঘোষ বিজেপিকে বোঝাচ্ছেন তা স্পষ্ট হতে শুরু করেছে।শেষ পর্যন্ত ভোটের মুখে তৃণমূল যুব দল ছেড়ে দেওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন দলের নেতারা।

যদিও তৃণমূলে‌র জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সৈকত চ‍্যাটার্জি বলেন, রূপম ঘোষ রাজনীতিতে অ্যাকটিভ ছিলেন না।জলপাইগুড়িতে তাকে অনেকেই চেনে না।গৌতম দেবের বিধানসভায় থাকেন বলে তাকে পদে বসানো হয়েছিল।তবে তিনি কোনো কাজ সেভাবে করেননি।শুভেন্দু অধিকারী,রাজীব ব্যানার্জী যাওয়াতে যখন কোনো ক্ষতি হয়নি তখন রূপম ঘোষ দল ছাড়া‌য় দলে কোনও প্রভাব পড়বে না।

RELATED ARTICLES

Most Popular