Homeটেক আপডেট৩৮০০ টাকা কমে পাওয়া যাচ্ছে Apple iPhone SE , দেখুন কিভাবে

৩৮০০ টাকা কমে পাওয়া যাচ্ছে Apple iPhone SE , দেখুন কিভাবে

ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভারতের স্মার্টফোন বাজারে অ্যাপেল একটি বাজেট স্মার্টফোন লন্চ করেছে যে টির নাম iPhone SE ভারতে এই ফোনটির দাম ৪২৫০০ টাকা। কিন্তু অ্যাপেল এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে ৩৮০০ টাকার বিশেষ ক্যাশব্যাক মিলছে। অর্থাৎ 38,900 টাকায় এই ফোনটি কেনা যাবে। তবে ভারতে কবে এই স্মার্টফোনটির বিক্রি শুরু হবে সে সম্বন্ধে কিছু জানা যায়নি।

Apple iPhone SE এর স্পেসিফিকেশন

এই ফোনে থাকছে ৪.৭ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে। এই ফোনের মধ্যে A13 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে তবে ব্যাটারি এবং মেমোরি সম্বন্ধে কোন স্পেসিফিকেশন প্রকাশ করেননি এই কোম্পানিটি। ফোনটিতে থাকছে 12 মেগাপিক্সেল এর ক্যমেরা সাথে থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এই ফোনের একটি ক্যামেরাতেই পোর্ট্রেট মোডে ছবি তোলা।
ফ্রন্ট ক্যামেরা থাকছে ৭ মেগাপিক্সেলের

iPhone SE এর ডিজাইন iPhone 8 এর মতো দেখা গেছে
এই ফোনটি অ্যালুমিনিয়াম ও টেকশই গ্লাস দিয়ে  তৈরি করা হয়েছে। থাকছে IP67 ওয়েটার ও গ্লাস রেসিস্ট্যান্স কোম্পানির দাবি প্রায় ৩০ মিনিট অবদি ফোনটিকে জলে্ ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ax, Wi-Fi calling, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS ও লাইটনিং পোর্ট তবে এই ফোনে ৩.৫ এম এম এর হেডফোন জ্যাক বাদ গেছে। এই ফোনটির ওজন ১৪৮ গ্ৰাম।

RELATED ARTICLES

Most Popular