Homeএখন খবরভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ, কারা আবেদন করতে...

ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন, জেনে নিন

নিউজ ডেস্ক: মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস) দুটি বিভাগে একাধিক শূন্য পদে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সেই নিয়োগ করা হবে। সপ্তাহে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in -এ বিস্তারিত আবেদন প্রকাশ করা হবে। এর আগে এমপ্লয়মেন্ট নিউজপেপারে (২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ) তা সংক্ষিপ্তভাবে প্রকাশিত হয়েছিল।

শূন্য পদের সংখ্যা :
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের ড্রাফটসম্যান পদে ৫২ জন এবং সুপারভাইজার পদে ৪৫০ জনকে নিয়োগ করা হবে। মোট-৫০২ ।

শিক্ষাগত যোগ্যতা :
ড্রাফটসম্যান – যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচালাল অ্যাসিসট্যান্টশিপে তিন বছরের ডিপ্লোমা।
সুপারভাইজার (ব্যারাক অ্যান্ড স্টোর) – কলা (আর্টস) বা বিজ্ঞানে (সায়েন্স) ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা :
ন্যূনতম বয়স : ১৮।
সর্বোচ্চ বয়স : ২৭।
তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মতো ছাড় পাবেন।

আবেদনের প্রক্রিয়া :
১) মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in-এ যান।
২) ভালোভাবে বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ে নিন।
৩) তারপর নির্দিষ্ট পেজে যান। সেখানে রেজিস্ট্রেশন করে লগ-ইন করুন।
৪) উপযুক্ত তথ্য দেন। নিজের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিন।

বি দ্র: বিস্তারিত আবেদন আপডেট করে দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীদেরও মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in-এ চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বেতন :

মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের ড্রাফটসম্যান এবং সুপারভাইজার পদে মাসিক বেতন ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা।

আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন করুন ও এবং উল্লেখিত ওয়েবসাইটে চোখ রাখুন।

RELATED ARTICLES

Most Popular