Homeএখন খবরমেচেদার যোগেন্দ্র সভাকক্ষে সাহিত্যের সানন্দ বিকেল

মেচেদার যোগেন্দ্র সভাকক্ষে সাহিত্যের সানন্দ বিকেল

অরুন কুমার সাউ, মেচেদা: আজ আন্ডারগ্রাউন্ড সাহিত্য কোলাঘাট চ্যাপ্টার -এর  উদ্যোগে অনুষ্ঠিত হলো  সাহিত্যের সানন্দ বিকেল । মেচেদার যোগেন্দ্র সভাকক্ষে বিকেল তিনটে থেকে শুরু হয় এই সাহিত্য সভা। এই সময়ের কবিতা পাঠ ও কাব্যগ্রন্থ আলোচনা ছিল সাহিত্য সভার প্রধান বিষয়। আজকের সাহিত্যসভায় চারটি ভিন্ন স্বাদের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাব্যগ্রন্থ গুলি হল কবি অমৃত মাইতির “কিছু উচ্চারণ”, কবি অংকন মাইতির “মসলিন মেঘের রং”, কবি অরিন্দম প্রধানের “জল আঁকি জন্মদ্বারে” এছাড়া কবি, প্রাবন্ধিক সুস্নাত জানার কাব্যগ্রন্থ “গঙ্গার জল পদ্মার পানি”। কাব্যগ্রন্থ গুলি প্রকাশিত হয় বাংলাদেশের  ‘আগন্তুক’ প্রকাশনা  থেকে। আজকের সাহিত্যসভায় স্বাগত ভাষণ দেন শিক্ষক বিমল দাস। কাব্যগ্রন্থ ও সাহিত্য সভায়  সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ড. বাপ্পাদিত্য মাইতি, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক প্রাননাথ শেঠ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কবি সুস্নাত জানার কাব্যগ্রন্থ “গঙ্গার জল পদ্মার পানি” ও কবি অরিন্দম প্রধানের “জল আঁকি জন্মদ্বারে” কাব্যগ্রন্থ দুটি নিয়ে আলোচনা করেন কবি প্রাবন্ধিক প্রানোনাথ শেঠ এবং কবি অমৃত মাইতির “কিছু উচ্চারণ”ও কবি অংকন মাইতির “মসলিন মেঘের রং”, কাব্যগ্রন্থ দুটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক বাপ্পাদিত্য মাইতি। এর সাথে ছিল কবিতা পাঠের বিশেষ পর্ব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন  সুস্নাত জানা , অরিন্দম প্রধান, অমৃত মাইতি, অংকন মাইতি, গোবিন্দ বারিক , প্রাণনাথ শেঠ , মলয় পাহাড়ি , জয়দেব মাইতি , রমেশচন্দ্র মুখোপাধ্যায় , রাজ কুমার আচার্য্য , অরুন ভট্টাচার্য , কবি মিশ্র , ছন্দক দাস , গৌতম ভট্টাচার্য, চিত্তরঞ্জন দাস, সৈকত পাল, কার্তিক বেরা ,সৈকত দাস, জগন্নাথ ভৌমিক ,পবিত্র কুমার ভক্তা, রিতা দে ,দীপক জানা, জয়দেব মাইতি, গোবিন্দ বারিক সহ বিশিষ্ট কবি সাহিত্যিকগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌশিক অধিকারী।

RELATED ARTICLES

Most Popular