Homeএখন খবরআপনি WhatsApp সম্বন্ধে সচেতন তো ? এই মেসেজটি আসলেই ক্র্যাশ করবে।

আপনি WhatsApp সম্বন্ধে সচেতন তো ? এই মেসেজটি আসলেই ক্র্যাশ করবে।

টেক ডেস্কঃ ত দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে উন্নত হচ্ছে টেকনলজি তার সাথেই বাড়ছে হ‍্যাকিং এর সমস্যা।
বিশ্বের সবচেয়ে বড়ো মেসেজিং প্ল্যাটফর্ম whatsapp প্রায় প্রত্যেকদিন তাদের ব্যবহারকারীদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসতেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আপডেটটি হয় হ্যাকারদের থেকে সুরক্ষার। তবে এবারে এই মেসেজিং প্লাটফর্মে ধরা পড়েছে একটি ভয়ানক টেক্সট বম্ব। এই টেক্সট বম্ব আপনার স্মার্টফোন সম্পূর্ণরূপে আটকে দেয়, এবং আপনার স্মার্টফোনের কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় সেই সময়ের জন্য।

কোথা থেকে আসলো এই টেক্সট বম্ব –

হোয়াটসঅ্যাপের এই নতুন সমস্যাটি শুরু হয়েছে ব্রাজিল থেকে। ব্রাজিলে এই ধরনের সমস্যা অতি সাধারণ একটি বিষয়। আগস্ট মাসের মাঝামাঝি থেকে এই নতুন টেক্সট বম্ব সারা বিশ্বজুড়ে ছড়াতে শুরু করে।

এই নতুন টেক্সট বম্ব হল একটি বিশেষ মেসেজ যেখানে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ( #,৳,¶,•,∆ জাতীয় ) পরপর বসানো থাকে। এই ধরনের ক্যারেক্টারগুলির সাধারণ কোনো অর্থ নেই, কিন্তু এই ধরনের মেসেজ যদি আপনার ফোনে আসে তাহলে আপনার ফোন বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যার প্রধান কারণ হলো, এই ধরনের মেসেজ কে WhatsApp পড়তে পারে না। এর ফলেই এই ধরনের টেক্সট আসলে আপনার স্মার্ট ফোন হ্যাং করে যেতে পারে। সবথেকে বড় সমস্যা হল, যদি আপনার ফোন একবার বন্ধ হয়ে যায় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না সহজে আর।

হোয়াটসঅ্যাপের এই নতুন সমস্যাটি শুরু হয়েছে ব্রাজিল থেকে। ব্রাজিলে এই ধরনের সমস্যা অতি সাধারণ একটি বিষয়। আগস্ট মাসের মাঝামাঝি থেকে এই নতুন টেক্সট বম্ব সারা বিশ্বজুড়ে ছড়াতে শুরু করে।

 

এই নতুন টেক্সট বম্ব হল একটি বিশেষ মেসেজ যেখানে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ( #,৳,¶,•,∆ জাতীয় ) পরপর বসানো থাকে। এই ধরনের ক্যারেক্টারগুলির সাধারণ কোনো অর্থ নেই, কিন্তু এই ধরনের মেসেজ যদি আপনার ফোনে আসে তাহলে আপনার ফোন বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যার প্রধান কারণ হলো, এই ধরনের মেসেজ কে WhatsApp পড়তে পারে না। এর ফলেই এই ধরনের টেক্সট আসলে আপনার স্মার্ট ফোন হ্যাং করে যেতে পারে। সবথেকে বড় সমস্যা হল, যদি আপনার ফোন একবার বন্ধ হয়ে যায় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না সহজে আর।

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র একটি ইমেইল করা বক্তৃতায় জানিয়েছেন, ” WhatsApp ইতিমধ্যেই একটি নতুন সিকিউরিটি প্যাচ roll-out করা শুরু করে দিয়েছে যাতে আপনারা ios এর সর্বশেষ সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। ” এই নতুন আপডেটের পরে চলে যাবে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবং হোয়াটসঅ্যাপে তরফ থেকে সকলকে জানানো হয়েছে যাতে তারা নিজেদের অ্যাপ্লিকেশনটি কে সব সময় আপ টু ডেট রাখেন।

 

তাই যে কোন অচেনা নম্বর থেকে আসা টেক্সট ওপেন করবেন না।যদি সম্ভব হয় তাহলে সেই টেক্সট নোটিফিকেশন প্যানেল থেকে দেখার চেষ্টা করুন। তারপর যদি মনে হয় যে এই মেসেজটি ওপেন করলে কোন সমস্যা হবে না তাহলে ওপেন করুন। কারণ এই ধরনের টেক্সট বম্ব যে কোন নম্বর থেকে আসতে পারে। শুধুমাত্র অচেনা নম্বর নয় আপনার চেনা পরিচিত নম্বর থেকেও আপনার হোয়াটসঅ্যাপে এই মেসেজ ফরওয়ার্ড হতে পারে।

 

পাশাপাশি, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিং পরিবর্তন করুন এবং এমন সেটিং ব্যবহার করুন যাতে শুধুমাত্র আপনার কন্টাক্ট এর লোকজন আপনাকে যে কোন গ্রুপে যুক্ত করতে পারে। এর জন্য হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস অপশনে গিয়ে Add To Any Group সেটিংস My Contacts এ পরিবর্তন করুন। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন টেক্সট বম্ব সমস্যার সেরকম ভাবে কোনও সমাধান এখনো খুঁজে পাওয়া যায়নি। তাই সব সময় যতটা পারবেন হোয়াটসঅ্যাপ আপডেট রাখার চেষ্টা করুন, এবং কোন ভুয়ো নম্বর থেকে আসা মেসেজ ইগনোর করুন।

RELATED ARTICLES

Most Popular