Homeএখন খবরঅর্ণবের পর গ্রেফতার রিপাবলিক মিডিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট ঘনশ্যাম দিলীপকুমার সিং, আজই...

অর্ণবের পর গ্রেফতার রিপাবলিক মিডিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট ঘনশ্যাম দিলীপকুমার সিং, আজই পেশ করা হবে আদালতে

ওয়েব ডেস্ক : ভুয়ো টিআরপির অভিযোগ আগেই ছিল, তারওপর আর্কিটেক্ট অন্বয় নায়েকের মৃত্যুতে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ৪ নভেম্বর গ্রেফতার হয়েছে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। ইতিমধ্যেই তাকে তালজলা জেলে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভুয়ো টিআরপি মামলায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। এই মামলায় মঙ্গলবার সকালেই রিপাবলিক মিডিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট তথা ড্রিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত মুখ্য আধিকারিক- ঘনশ্যাম দিলীপকুমার সিং-কে গ্রেফতার করেছে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেফতারের পর মঙ্গলবারই তাকে আদালতে পেশ করা হবে।

জানা গিয়েছে, এই মামলায় এর আগে একাধিকবার তাকে তদন্তকারীদের জিজ্ঞাসানাদের মুখোমুখি পড়তে হয়েছে। এরপরই সোমবার সকাল ৭.৪০ নাগাদ আমচকাই তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই প্রথম নয়, এখনো পর্যন্ত এই মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তবে মঙ্গলবার ঘনশ্যাম দিলীপকুমার সিং-কে গ্রেফতারের পর এই বিষয়ে রিপাবলিক টিভি টুইট বার্তায় জানায়- “রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের উপর হামলা অব্যাহত রয়েছে।আজ রিপাবলিক টিভির ড্রিস্ট্রিবিউশন হেড তথা সহকারী ভাইস প্রেসিডেন্ট ঘনশ্যাম সিংকে আটক করল মুম্বই পুলিশ, ভুয়ো টিআরপি মামলায়।”
পাশাপাশি এদিম ক্রাইম ব্রাঞ্চের অন্যতম আধিকারিক সচিন বাজে এই বলেন, “আজই ঘনশ্যাম সিংকে আদালতে তোলা হবে। আমরা ওঁনার পুলিশ কাস্টডির দাবি জানাব।”

তবে এই প্রথম নয়, এই মামলায় এতদিনে ১২ জনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। এর আগে গত মাসের ৩১ তারিখেই এই মামলায় গ্রেফতার করা হয়েছিল একাধিক মিডিয়া চ্যানেলের ভেন্ডার অভিষেক কোলাওয়াডের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সেসময় তাঁর বাড়ি থেকে নগদ ১৩.৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এর কিছুদিনের মধ্যেই গ্রেফতার করা হয় আশিস চৌধুরী নামে রক ব্যক্তিকে। জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে বেআইনীভাবে দুই নিউজ চ্যানেল ও একটি বলিউড মিউজিক চ্যানেলের টিআরপি রেটিংয়ে হেরফের করার অভিযোগ রয়েছে। সেকারণেই তাকে গ্রেফতার করা হয়েছে৷

RELATED ARTICLES

Most Popular