Homeঅন্যান্যগ্রেপ্তার ইয়েস ব্যাংক কর্তা, বিদেশে পালানোর আগেই আটক করা হল তাঁর মেয়েকেও

গ্রেপ্তার ইয়েস ব্যাংক কর্তা, বিদেশে পালানোর আগেই আটক করা হল তাঁর মেয়েকেও

নিজস্ব সংবাদদাতা: অবশেষে গভীর রাতে গ্রেফতার করা হল ইয়েস ব্যাংকের ফাউন্ডার রানা কাপুরকে। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে পেশ করার পর তাকে তিনদিনের হেফাজতে নিয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অন্যদিকে রবিবারই মুম্বাই বিমানবন্দর থেকে আটক করা হয়েছে কাপুরের মেয়েকে। তিনি বিদেশে পালাচ্ছেন এমন খবর পেয়েই ইডির একটি দল আটক করে তাকে।

শুক্রবার রাতে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের ওরলির বাড়িয়ে হানা দেয়৷ তাঁর বিরুদ্ধে টাকা পাচারের মামলা দেওয়া হয়েছে ৷ ইডি অফিসার সূত্রে খবর রানা কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হয় ডিএইচএফএল সংস্থাকে এই ব্যাংকের ঋণ দেওয়ার ব্যাপারে৷ আর সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ডিএইচএফএল-এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭৯টি ভুয়ো সংস্থা এবং এক লক্ষ গ্রাহকের মাধ্যমে ১৩,০০০ কোটি টাকা পাচারের এবং তারই সঙ্গে জড়িত টাকা পাঠানোর এজেন্সির সূত্র ধরে রানা কাপুরের বাড়িতে হানা দেওয়া হয় ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ইয়েস ব্যাংকের ব্যর্থতার পিছনে রয়েছে ডিএইচএফএল মতো কর্পোরেট সংস্থাকে দেওয়া অর্থের ক্রমশ শুকিয়ে যাওয়া৷

২০১৪ সাল থেকেই ইয়েস ব্যাংকের অবস্থা খারাপ হয়েছে বেশ কিছু কর্পোরেট সংস্থাকে দেওয়া ঋণের অর্থ আদায় না হওয়ায়৷ সেই সব সংস্থাগুলির মধ্যে রয়েছে অনিল আম্বানি গোষ্ঠী, এসেল গ্রুপ, ডিএইচএফ এল,আইএলঅ্যান্ডএফএস এবং ভোডাফোনের মতো কিছু সংস্থার কারণে ৷ এই সব ঘটনাই এখন জনগণের জানা বলে তিনি জানান৷
অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন, সবার টাকা সুরক্ষিতই আছে। দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, ‘ইয়েস ব্যাংকের গ্রাহকদের সব টাকা সুরক্ষিত আছে। সরকার দ্রুত সমাধান আনবে।’

গত বৃহস্পতিবার, লেনদেনের আর্থিক মূল্য বেঁধে দেয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ৫০ হাজার টাকার বেশি তোলা যাবে না। আগামী ১ মাসের জন্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের সমস্ত অনলাইন ব্যাংকিং পরিষেবা এবং মোবাইল ব্যাংকিং পরিষেবাও বৃহস্পতিবার থেকে আর কাজ করবে না। আরবিআইয়ের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

এদিকে রবিবার দুপুরেই মুম্বই বিমানবন্দরে আটক করা হয়েছে ইয়েস ব্যাংক কর্তার মেয়ে রোশনি কাপুরকে। রবিবার বিকেলে লন্ডন উড়ে যাওয়ার কথা ছিল রোশনির। কিন্তু বিমানে ওঠার আগেই তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular