Homeদক্ষিণবঙ্গউত্তর ২৪পরগনামুখ্যমন্ত্রীর নির্দেশে আমরাই লুঠ করেছিলাম পঞ্চায়েত ভোটে; বিস্ফোরক অর্জুন

মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরাই লুঠ করেছিলাম পঞ্চায়েত ভোটে; বিস্ফোরক অর্জুন

নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরাই ভোট লুঠ করেছিলাম, অন্যায় করেছিলাম; বিস্ফোরক স্বীকারোক্তি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে আমডাঙ্গার বিজেপি প্রার্থী জয়দেব মান্নার প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং। সাংবাদিকদের বললেন, “২০১৮ সালে আমি তৃণমূল কংগ্রেস করতাম। সেই সময় পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভোট লুঠে নাও। আমরাই ভোট লুঠ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছিলাম। অন্যায় করেছিলাম দিদির কথায়। বিজেপিতে এসে পাপ মুক্ত হয়েছি, একথা আগেই বলেছি। এর আগে সিঙ্গুর আন্দোলন নিয়ে মুকুল রায়ও ক্ষমা চেয়ে ছিলেন। আমরা ভুল করেছিলাম, বিজেপিতে ভোট লুটের রাজনীতি হয় না।”

অর্জুন সিং রবিবার আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুরে এসে তৃণমূলের ক্ষমতায় আসা নিয়ে আক্রমণ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি বলেন, “উনি সুগারের সমস্যায় ভুল ভুগছেন, রাজ্যে বা জেলায় তৃণমূল কোথায় জিতবে পরের কথা, হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিক নিজে হারবেন। কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, তৃণমূল ২২১টি আসন পাবে রাজ্যে। সেই প্রসঙ্গে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ও জ্যোতিপ্রিয় মল্লিককে কড়া ভাষায় আক্রমণ করেন। এদিন বিজেপি প্রার্থী জয়দেব মান্নার প্রচারে এসে অর্জুন সিং স্থানীয় তৃণমূল প্রার্থী রফিকার রহমানের জমি মাফিয়ার সাথে সংযোগের অভিযোগ তোলেন এবং দুর্নীতি প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর “ভাইপো”কেও।

সম্প্রতি নিউ ব্যারাকপুরে কর্মিসভায় দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় পঞ্চায়েতে ভোট লুঠের তত্ত্ব তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, পঞ্চায়েত ভোট আরও স্বচ্ছতার সঙ্গে হলে ভালো হতো। রবিবার বিজেপির দলীয় প্রচারে এসে সংবাদ মাধ্যমকে এই ভোট লুঠের তত্ত্বকে নিজের জীবনের পাপ হিসেবে স্বীকার করে নিলেন তৃণমূলের প্রাক্তন সামনের সারির নেতা তথা বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি সাংসদ হয়ে তিনি স্বীকার করে নিলেন, পঞ্চায়েতে ভোট লুঠ হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে।

RELATED ARTICLES

Most Popular