Homeএখন খবরক্ষোভে ফুঁসছে দক্ষিন ২৪ পরগনা, অভিষেককে ঢুকতেই দিলনা কাকদ্বীপে

ক্ষোভে ফুঁসছে দক্ষিন ২৪ পরগনা, অভিষেককে ঢুকতেই দিলনা কাকদ্বীপে

নিজস্ব সংবাদদাতা: ভাগ্যে আকাশ পথে গেছিলেন না হলে মূখ্যমন্ত্রী দক্ষিন ২৪পরগনায় ঢুকতে পারতেন কিনা সন্দেহ যেমনটা পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার রুদ্ররোষ দেখে গাড়ি ঘুরিয়ে কলকাতায় কার্যত পালিয়ে আসতে হয়েছে তাঁকে। ঘূর্ণিঝড় আমফানের জেরে তিন দিন ধরে বিদ্যুৎবিচ্ছন্ন দক্ষিণ ২৪ পরগনা জেলা। বিদ্যুৎ নেই, পানীয়জল নেই, সবচেয়ে বড় কথা কাটমানির স্বর্গরাজ্য বলে খ্যাত দক্ষিন ২৪পরগনা জেলায় তৃণমূলের নেতারা পাশে নেই। ২০১১ তে রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই দক্ষিন ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূলের দখলে।

২০০৯ য়ের আয়লার পর কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে। জনতার বরাবরের অভিযোগ ছিল বাঁধ নির্মানের টাকা, আয়লা সেন্টার নির্মানের টাকা লুট হয়েছে। শাসকের হয়ত ধারনা ছিল আর সেরকম ঝড় হবেনা কিন্তু আমফান সব হিসাব গুবলেট করে দিয়েছে। জনতার চোখ খুলে দিয়েছে। বিপর্যয়ে বিপর্যস্ত মানুষ প্রশাসনকে পাশে না পেয়ে ফুঁসছে।
সেরকমই এক ক্ষোভের মুখে শনিবার পড়তে হয় অভিষেক বন্দোপাধ্যায়কে।যার জেরে কার্যত কলকাতা পালিয়ে আসতে হয় তাঁকে। পুলিশ চেষ্টা করেও পথ করে দিতে পারেনি। জনতার রুদ্ররোষের কাছে অসহায় মনে হয়েছে তাঁর নিরাপত্তা রক্ষীদের। বিদ্যুতের দাবিতে শনিবার জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। যার জেরে কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পৌঁছনো হল না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

বিদ্যুতের দাবিতে বিক্ষোভ না দেখানোর জন্য শনিবার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আবেদন কানে তোলেননি ভুক্তভোগাীরা। এদিন মুখ্যমন্ত্রীর আবেদনের পরেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষজন। জল, বিদ্যুৎ সহ একাধিক দাবিতে শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরপুকুর, বেহালা সহ একাধিক এলাকা। চলে বিক্ষোভ, আন্দোলন। আর সেই বিক্ষোভেই আটকে পড়েন অভিষেক। পুলিশের তরফে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। প্রায় ঘন্টাখানেক এভাবে বিক্ষোভ চলতে থাকলে মাঝপথ থেকেই সাংসদকে ফিরতে হয়।

শনিবার ঘূর্ণিঝড় আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে প্রশাসনিক কর্তাদের অপচয় ও দুর্নীতি থেকে দূরে থাকতে বলেন তিনি। সঙ্গে তিনি জানান, পথ অবরোধের জেরে আসতে পারেননি সাংসদ অভিষেক। উল্লেখ্য ২০১১ তৃণমূল ক্ষমতায় আসার পর এরকম এই প্রথম ঘটনা ঘটল যেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জনতার ক্ষোভের মুখে পড়ে কর্মসূচী থেকে ফিরে আসতে হল। আর এটা রীতিমত ইঙ্গিতবাহী এই কারনেই যে আমফান ক্ষত সেরে ওঠার আগেই বিধানসভা নির্বাচন চলে আসবে।                                                                                         প্রতীকি চিত্র

RELATED ARTICLES

Most Popular