Homeএখন খবরকরোনার মাস্ক পরেই ডাকাতি হুগলির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, মাস্ক ব্যবহার নিয়ে চাপে ব্যাঙ্ক...

করোনার মাস্ক পরেই ডাকাতি হুগলির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, মাস্ক ব্যবহার নিয়ে চাপে ব্যাঙ্ক কর্তারা

নিজস্ব প্রতিনিধি: বলিহারি ডাকাতের বুদ্ধিকে! মুখে কাপড় বাঁধার বদলে এবার করোনা নিরোধক মাস্ক পরেই দিনে-দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি করল ওই ডাকাতের দল। শুক্রবার দুপুরে এই অভাবনীয় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপাড়ায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশ কয়েক লক্ষ টাকা লুট হয়েছে। সিসিটিভি’র সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু সমস্যা হচ্ছে মুখে ডাকাতদের মাস্ক থাকায় একটু সমস্যায় পড়েছে পুলিশ। খবর পাওয়ার সাথে সাথেই জেলার হাওড়া-হুগলি সহ বিভিন্ন সংযোগকারি রাস্তায় নাকা চেকিং শুরু হয়েছে।

প্ৰথমিক ভাবে জানা গেছে, উত্তরপাড়ায় রাজেন্দ্র অ্যাভিনিউয়ের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি হয় শুক্রবার দুপুরে। এদিন তিন দুষ্কৃতী মুখে মাস্ক পরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে ব‍্যাঙ্কে। ব্যাঙ্কের কর্মীদের একটা জয়গায় আটকে রেখে ভল্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। দুপুর বেলা লোক কম থাকার সুযোগ কাজে লাগায় ওই দুষ্কৃতীরা। দুপুরের পর ক্যাশ মেলাচ্ছিলেন ব্যাঙ্ক কর্মীরা। সেই সময় ওই তিন দুষ্কৃতী মুখে মাস্ক পরে ব্যাঙ্কে ঢুকে টাকা লুট করে বাইরে রাখা মোটরবাইক চেপে চম্পট দেয়। ডাকাতরা যখন বাইকে চেপে পালাচ্ছিল, সেই সময় কিছু টাকা রাস্তায় পড়ে যায় বলে জানা গিয়েছে। এক ব্যক্তি সেই টাকা কুড়িয়ে তা পুলিশকে হস্তান্তর করেন।

ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ জোরদার তদন্তে নেমেছে। ডাকত দলের সদস্যদের প্রত‍্যেকের মুখে মাস্ক থাকায় পরিচয় পেতে সমস্যা হবে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশ সিসিটিভির ফুটেজ ধরে ডাকাতদের শারীরিক গড়ন ইত্যাদি বোঝার চেষ্টা করছে। তবে ঘটনার খবর পাওয়ার পর চিন্তায় পড়েছে ব্যাঙ্ক কর্তারা। সাধারনভাবে ব্যাঙ্কে ঢোকার মুখে হেলমেট, মুখের কাপড় খুলে রাখতে বলেন নিরাপত্তাকর্মী বা ব্যাঙ্ককর্মীরা। সিসিটিভি ফুটেজে গ্রাহকের অবয়ব যাতে পরিষ্কার দেখা যায় তাই এই ব্যবস্থা। কিন্তু করোনা পরিস্থিতিতে সবারই মাস্ক পরা বাধ্যতামূলক। ফলে চিন্তায় ব্যাঙ্ক কর্তারা।

RELATED ARTICLES

Most Popular