Homeএখন খবরটানা ধর্মঘটে যেতে চলেছেন ব্যাংকের কর্মীরা!

টানা ধর্মঘটে যেতে চলেছেন ব্যাংকের কর্মীরা!

নিউজ ডেস্ক: ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে কিছু দিনের মধ্য ইউনিয়নগুলি আরও একবার বন্ধের পথে হাঁটতে চলেছে। সারা ভারতে ব্যাংক ইউনিয়নগুলি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকের পরে এই আন্দোলন আরও বেশি জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি এই বৈঠকে অংশগ্রহণ করেছেন প্রায় ২৬২ জন কাউন্সিলর সদস্যরা। ব্যাংক সংযুক্তিকরণ এর বিরুদ্ধে তারা ইঙ্গিত দিয়েছেন লম্বা আন্দোলনের।

এই বছর মার্চ মাসে আটকে পড়েছে প্রায় ১৬ হাজার ৫০০ টাকা কোটি চেক এবং ভাউচার। এইরকম যদি হরতাল চলতে থাকে তাহলে আগামী দিনে চরম বিপদের মুখে পড়তে হবে সাধারণ মানুষকে।

দিল্লীর ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অশ্বিনী রানা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “আমাদের এই আন্দোলনের ফলে বেশকিছু দিন টানা ব্যাংক বন্ধ থাকবে। তার ফলে বেশকিছু পরিষেবা যেমন মোবাইল অ্যাপ, নেট ব্যাংকিং এবং এটিএম এর মত পরিষেবা ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষেরা।”

RELATED ARTICLES

Most Popular