Homeএখন খবরবাঁকুড়ার ভ্যাকসিন সেন্টার রণক্ষেত্র,পুলিশের বিরুদ্ধে দাদাগিরি ও মহিলাদের মারধরের অভিযোগ

বাঁকুড়ার ভ্যাকসিন সেন্টার রণক্ষেত্র,পুলিশের বিরুদ্ধে দাদাগিরি ও মহিলাদের মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক: ভ্যাকসিনের লাইনে থাকা মানুষদের সঙ্গে অভব্য আচরণ করেছেন সাব ইন্সপেক্টর। এমনকি মহিলাদেরও মারধর করা হয়েছে বলেই অভিযোগ।এই ঘটনায় উত্তাল বাঁকুড়ার ভ্যাকসিন সেন্টার। গোটা বিষয়ে প্রকৃত তদন্ত করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠল।

করোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রের তরফে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। জেলায় জেলায় ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে। সকাল থেকেই লাইনে দাঁড়াচ্ছেন বহু মানুষ। শনিবার বাঁকুড়া শহরের একটি ক্যাম্পে কয়েকশো মানুষ ভিড় করেছিলেন। জানানো হয়েছিল সেখানে ২০০ জনকে টিকা দেওয়া হবে। কিন্তু দেড়শো জনকে দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় টিকাকরণ। জানানো হয়, ২০০ জনের মধ্যে ৫০ জন অনলাইনে আবেদনকারী টিকা পাবেন।

এরপরই ক্ষোভ প্রকাশ করেন লাইনে থাকা বহু মানুষ। অভিযোগ, তখনই সেখানে উপস্থিত বাঁকুড়া থানার সাব ইন্সপেক্টর গোপীনাথ গড়াই সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন। মারধর করেনষ মহিলারাও রেহাই পাননি বলেই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শিকেয় ওঠে দূরত্ব বিধি। একদিকে ভ্যাকসিন না পাওয়ার অনিশ্চয়তা অন্য দিকে পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ।

পুলিশ আধিকারিকের আচরণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন ভ্যাকসিনে লাইনে থাকা মানুষেরা। এক তরুণীর অভিযোগ, করোনা বিধিও মানছিলেন না ওই পুলিশ কর্মী। মাস্ক থুতনিতে নামিয়ে সকলকে মারধর করছিলেন। অন্তঃসত্ত্বা মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর দীর্ঘদক্ষণ পেরিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই খবর। যদিও পুলিশের তরফে এরকম কোনও ঘটনা ঘটেছে বলে স্বীকার করা হয়নি।

RELATED ARTICLES

Most Popular