Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারলালা রস সংগ্রহে খোদ বিডিও

লালা রস সংগ্রহে খোদ বিডিও

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এক অনন্য নজির গড়লেন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানে গিয়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করলেন স্বয়ং বিডিও।

বুধবার কালচিনির বিডিও প্রশান্ত বর্মনকে পিপিই কিট পড়া অবস্থায় বাগানে দেখা যায়।শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি কোভিড টেস্ট করেন তিনি। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের আউটডিভিশন বুকুনবারি চা বাগানে গিয়ে কর্মরত শ্রমিকদের কোভিড পরীক্ষা করার উদ‍্যোগ গ্ৰহণ করে কালচিনি ব্লক প্রশাসন।

এদিন বাগানের কর্মরত সমস্ত শ্রমিকদের কোভিড পরীক্ষা করা হয়। যে সমস্ত শ্রমিক কোভিড পরীক্ষা করতে ভয় পাচ্ছিল তাদের ভীতি দূর করতে এবং শ্রমিকদের সচেতন করতে কালচিনি বিডিও নিজে পিপিই কিট পড়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্ৰহ করে। কালচিনি ব্লক প্রশাসনের এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাগানের ম‍্যানেজার থেকে শুরু করে শ্রমিক সবাই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও জানান, করোনা টেস্ট নিয়ে তেমন স্বতঃস্ফূর্ত নন বাগান শ্রমিকরা। অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান। তাদের ভীতি দুর করতে স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান যে চা শ্রমিকদের হাসপাতালে কোভিড পরীক্ষা করতে ডাকলে তারা অনেকে আসতে চায় না তাই চা বাগানে গিয়ে কর্মরত শ্রমিকদের কোভিড পরীক্ষা করার উদ‍্যোগ গ্ৰহণ করেছি আমরা এবং সব চা বাগানে এই কর্মসূচি নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular