Homeজাতীয়উত্তর প্রদেশপুলিশ পৌঁছানোর আগেই ফের পালিয়ে গেল বিকাশ দুবে, এনকাউনটারে খতম ঘনিষ্ঠ সঙ্গী

পুলিশ পৌঁছানোর আগেই ফের পালিয়ে গেল বিকাশ দুবে, এনকাউনটারে খতম ঘনিষ্ঠ সঙ্গী

বিশেষ সংবাদদাতা: উত্তর প্রদেশের কানপুর এলাকায় পুলিশ খুনের ঘটনা য় প্রধান অভিযুক্ত বিকাশ দুবেকে ধরার জন্য পুলিশের অভিযান চললেও পুলিশেরই কয়েক জন অভিযানের খবর গ্যাং স্টার বিকাশ দুবের কাছে পৌঁছে দিচ্ছে বলে এক প্রকার নিশ্চিত উত্তর প্রদেশের পুলিশের শীর্ষ আধিকারিকরা । একদিকে যেমন কারা ওই খবর বিকাশ দুবের কাছে পৌঁছানোর কাজ করছে তার খোঁজ করছে, তেমনই বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালাচ্ছে ।

বিকাশ দুবে দিল্লি মথুরা হাইওয়ের ওপর ফরিদপুরের বাধকল চক এলাকায় একটি হোটেলে লুকিয়ে আছে বলে নির্দিষ্ট খবর পাওয়ার পর মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায় উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্কফোর্স । কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সেখান থেকে পালিয়ে যায় বিকাশ দুবে । তবে সেখান থেকে বিকাশ দুবে র এক সঙ্গী, দয়াশঙ্কর অগ্নিহোত্রী কে ধরতে পারে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দয়াশঙ্কর পুলিশের কাছে স্বীকার করে যে ওই হোটেলে লুকিয়ে ছিল বিকাশ । পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ।

বিকাশ দুবে হাতছাড়া হলেও অন্য এক সাফল্য অর্জন করেছে পুলিশ । হিমাচল প্রদেশের হামিরপুরের মোহদা এলাকায় লুকিয়ে থাকা বিকাশ দুবে র ঘনিষ্ঠ সঙ্গী অমর দুবে কে ‘ এনকাউনটারে ‘ খতম করে পুলিশ ।
উত্তর প্রদেশের পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ( আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, বিকাশ দুবে ও তার সঙ্গীদের ধরার জন্য অভিযান চলছে । তবে , বুধবার সকালে হামিরপুরের মোহদা এলাকায় লুকিয়ে থাকা বিকাশ দুবে র এক সঙ্গী অমর দুবে কে খতম করা হয়েছে । পুলিশ সেখানে পৌঁছানোর পর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় । পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশ । তাতেই মৃত্যু হয়েছে অমর দুবে র।

উল্লেখ্য, 2001 সালে বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের তৎকালীন মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনা য় অভিযুক্ত বিকাশ দুবে । তার বিরুদ্ধে অন্তত ষাট টি মামলা রয়েছে । তাকে ধরার জন্য গত বৃহস্পতিবার রাতে অভিযান শুরু করে পুলিশ । কানপুরের চৌবেপুর থানার ডিকরি গ্রামে বিকাশ দুবে আছে বলে নির্দিষ্ট খবর পাওয়া র ডি আই জি দেবেন্দ্র মিশ্র র নেতৃত্বাধীন পুলিশ অভিযান চালায় । গ্রামে পৌঁছানোর পর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তাতে দেবেন্দ্র মিশ্র সহ আটজন পুলিশ কর্মীর মৃত্যু হয়।
এই হামলার ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে যে ওই এলাকার পুলিশ ছাড়াও আরও কিছু পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে বিকাশ দুবে র । বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য পুলিশের একাংশ তাকে সাহায্য করে । বৃহস্পতিবার রাতে অভিযান শুরুর কথাও পুলিশ মারফত জানতে পারে বিকাশ । তার পরেই পুলিশের ওপর হামলার পরিকল্পনা হয় । যখন পুলিশের ওপর হামলা হয় তখন সেখানে থেকে পালিয়ে যায় বিকাশ দুবে ।

পুলিশ সূত্রে জানা গেছে যে ওই ঘটনার পর ও বিকাশ দুবেকে খবর পৌঁছানোর অভিযোগে চৌবেপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় তিওয়ারি সহ দশ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । তার পরেও যে পুলিশের কেউ কেউ এখনও বিকাশ দুবেকে সাহায্য করে চলেছে তা নিশ্চিত পুলিশ । কারণ মঙ্গলবার রাতের অভিযানের খবর পেয়ে যায় বিকাশ দুবে ও পালিয়ে যায় । সন্দেহজনক কয়েক জন পুলিশের নাম পেয়ে তাদের ওপরেও নজর রাখছে পুলিশ ।

RELATED ARTICLES

Most Popular