Homeএখন খবরঈদের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের; ১২,০০০ পর্যন্ত মিলবে অ্যাডহক বোনাস

ঈদের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের; ১২,০০০ পর্যন্ত মিলবে অ্যাডহক বোনাস

নিউজ ডেস্ক: ক্ষমতায় এসেই বড় ঘোষণা রাজ্য সরকারের।ঈদের আগে সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস দেওয়ার কথা জানালো সরকার।এবার তারা ৪,০০০-১২জ০০০টাকা অগ্রিম নিতে পারবেন এবং ১০ মাসের মধ্যে শোধ করতে হবে এটি।এছাড়াও নবান্ন সূত্রে খবর, ৬,০০০ টাকা পর্যন্ত বেতনে মিলবে অ্যাডহক বোনাস।

মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে কর্মীদের মন জয়ের জন্য এই প্রচেষ্টা,এমনই মত বিশেষজ্ঞদের।এর আগে লোকসভা নির্বাচনে হারের পর রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। যদিও কেন্দ্র সহ প্রায় সমস্ত রাজ্যে লাগু হয়েছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ। এছাড়াও পেনশনভোগীদের জন্য ২,৫০০ টাকা করে এককালীন ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য,বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিটে টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার পরই করোনা রোধে নতুন নতুন নির্দেশিকা জারি করেছেন তিনি। তদনুসারে, বাজারগুলির জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্থানীয় পরিষেবা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় পরিবহণে কেবল ৫০ শতাংশ যাত্রী থাকবেন। এর পাশাপাশি করোনার সংক্রমণ রোধে মমতা সরকার আরও অনেক পদক্ষেপ নিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular