Homeএখন খবরএক্সিট পোল ব্যর্থ করে বিহারে এগিয়ে NDA, নীতিশ কুমারের দলকে পেছনে ফেলে...

এক্সিট পোল ব্যর্থ করে বিহারে এগিয়ে NDA, নীতিশ কুমারের দলকে পেছনে ফেলে এগিয়ে BJP

নিজস্ব সংবাদদাতা: সমস্ত চ্যানেলের এক্সিট পোল হয়ত ব্যর্থ হয়ে যেতে বসেছে কারন এই মুহুর্তে এগিয়ে NDA আর সবাই কে অবাক করে দিয়ে তার মধ্যে এগিয়ে রয়েছে BJP. আগামী দিনে বিহার কার? কে আসবে বিহারের মসনদে? তেজস্বীর তেজে ম্লান নীতীশ নাকি মহাজোটকে উড়িয়ে দিয়ে শেষমুহূর্তে বাজিমাত বিজেপি জেডিইউ জোটের? সীতার রাজ্যে কার রাজ? মঙ্গলবার শুরু হয়েছে তারই ভোট গণনা৷ করোনা পরিস্থিতিতে প্রথম বিধানসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ বিহারে ৷ এবার ফলাফলের পালা ৷ দেখা যাচ্ছে প্রথম দিকে RJD নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও বর্তমানে LJP পিছিয়ে।

বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৪৩টি আসনের মধ্যে পেতে হবে ১২২টি আসন ৷ বুথ ফেরত সমীক্ষায় দুই জোটের কড়া লড়াইয়ের ইঙ্গিত ৷  তবে ইভিএমে কোন পক্ষে রায় দিয়েছে বিহারের জনতা তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷

দুপুর ১২টা পর্যন্ত গণনা সম্পূর্ণ হওয়ার পর দেখা গিয়েছে, ১৭০ আসনে ২ হাজারেরও কম ব্যবধান রয়েছে। পটনায় বিজেপি এবং জেডি(ইউ) সমর্থকদের উচ্ছ্বাস। ৬ রাউন্ড গণনার পর হসনপুরে এগিয়ে তেজ প্রতাপ যাদব।  এখনও পর্যন্ত ১৫ হাজার ভোট পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জেডি(ইউ) নেতা ১২ হাজার ভোট পেয়েছেন।

গণনার ট্রেন্ডে ওঠানামা চলছেই ৷ তবে এখন অনেকটাই এগিয়ে এনডিএ ৷ ১২৮টি আসনে এগিয়ে রয়েছে তারা ৷ অর্থাৎ ম্যাজিক ফিগার ১২২-কে টপকে গিয়েছে এনডিএ ৷ অন্যদিকে ১০০টি আসনে এগিয়ে মহাজোট ৷ এলজেপি ৪টি এবং অন্যান্যরা এগিয়ে ১১টি আসনে ৷

RELATED ARTICLES

Most Popular