Homeএখন খবরফের তৃনমূল কর্মী খুন সেই বীরভূমেই, ১২ ঘন্টায় রাজ্যে ৪ রাজনৈতিক খুন

ফের তৃনমূল কর্মী খুন সেই বীরভূমেই, ১২ ঘন্টায় রাজ্যে ৪ রাজনৈতিক খুন

বিশেষ সংবাদদাতা: দিনের আলো পোহাতেই শনিবার সন্ধ্যায় আরেক তৃনমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হল সেই বীরভূমের মাটি থেকেই যেখানে কয়েক ঘন্টা আগেই উদ্ধার হয়েছিল এক তৃনমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ। যথারীতি এই খুনকে ঘিরেও রাজনৈতিক চাপানউতোর ও একে অপরকে দোষারোপের পালা শুরু হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, এদিনের সন্ধ্যায় লাভপুর থানার ঠিবা এলাকা থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম সহদেব বাগদি (৪৫)।

মৃতের বাড়ি ঠিবার ভাটরা গ্রামে । তিনি প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য । বাড়ি থেকে কিছু দূরে একটি মাঠের থেকে উদ্ধার করা হয় মৃতদেহ । ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে তাকে। পরিবার সূত্রে জানা গেছে,ঠিবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা এলাকার বুথ কমিটির নেতা সহদেব বাগদি অন্য দিনের মতোই মাঠে চাষের কাজ করতে গিয়েছিলেন । দুপুরে তার বাড়ি থেকে খাবার দিয়ে আসা হয় । কিন্তু সন্ধ্যায় বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয়। তারপর বাড়ি থেকে কিছু দূরে একটি মাঠের থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত মৃতদেহ ।

মৃতদেহ উদ্ধারের পরেই জেলার তৃণমূল কংগ্রেস নিশানা করেছে বিজেপিকে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অভিজিৎ সিংহ বলেন, সহদেব এলাকায় আমাদের দলের একজন ভালো সংগঠক। বিজেপির লোকজন এই খুন করেছে । শিশির বাউরিকে খুনের মতোই পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে সহদেবকে। সহদেব বাগদির ভাই প্রশান্ত বাগদিও বলেছেন যে তারা সকলেই তৃণমূল কংগ্রেস করেন ও খুনের পিছনে আছে গেরুয়া শিবির ।

যদিও এই সব অভিযোগ অস্বীকার করে বিজেপি । বিজেপির জেলা সহ সভাপতি বিশ্বজিৎ মন্ডলের দাবি, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী বিবাদের জেরে এই খুন । পুলিশ যদি নিরপেক্ষ ভাবে তদন্ত করে তাহলেই প্রকৃত সত্য উঠে আসবে।
বিজেপি এই সঙ্গে দাবি করে যে লোকসভা নির্বাচনে তাদের সমর্থন বৃদ্ধি পেয়েছে এই জেলায় । সম্প্রতি সহদেব বাগদি তাদের দিকে ঝুঁকছিলেন। সেই আক্রোশেই তাকে খুন করেছে তৃণমূল কংগ্রেসের লোকজন ।
এদিন সকালেই বীরভূম জেলার খয়রাশোল এলাকার রানিপাথর গ্রামের একটি পুকুর পাড়ের পাশ থেকে উদ্ধার করা হয় শিশির বাউরি নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর গুলি বিদ্ধ দেহ ।

উল্লেখ্য এই মৃত্যুকে ঘিরে শনিবার, মাত্র ১২ ঘন্টার ব্যবধানে রাজ্যে মোট ৪জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হল যার মধ্যে ৩ জনই শাসকদলের। শুক্রবার রাতে এবং শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি এলাকায় মৈপীঠে এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয় । অভিযোগ উঠেছে এস ইউ সি আই এর দিকে। অভিযোগ অস্বীকার করে এস ইউ সি আই দাবি করে যে তাদের দলের একজনকে খুন করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের লোকজন ওই খুন করেছে ।

কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন । গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন এলাকায় একের পর এক রাজনৈতিক সংঘর্ষ ও খুন প্রত্যক্ষ করেছে এই রাজ্যের মানুষ। রাজ্যে ক্রমশ সংঘটিত হতে থাকা রাজনৈতিক খুন গুলি তারই প্রস্তুতি কিনা প্রশ্ন উঠেছে তাই নিয়ে।

RELATED ARTICLES

Most Popular