Homeরাজ্যউত্তরবঙ্গহাতি আর বুনো শুয়োরের পর এবার ডুয়ার্সে হানা দিল বাইসন

হাতি আর বুনো শুয়োরের পর এবার ডুয়ার্সে হানা দিল বাইসন

অশ্লেষা চৌধুরী: মনে হচ্ছে যেন ছট পুজোর আনন্দ তাদের মনেও দোলা দিয়েছে! তাই তো একে একে জঙ্গল থেকে এদিন বেরিয়ে এসেছে তারা। ভোর বেলা হাতির দল, আর একটু সকাল হলে বুনো শুয়োর, তারপর আবার বাইসন। ছট পুজোর দিন ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বন্য প্রাণীদের জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসতে দেখা যায়।

এদিন শনিবার সকাল থেকেই ডুয়ার্সের চা বাগান লাগোয়া এলাকায় দাপিয়ে বেড়ায় একজোড়া বাইসন। এরপর বন কর্মীদের প্রচেষ্টায় জঙ্গলে ফেরান হয় তাদের দুটিকে। জানা যায়, এদিন সকালে ডুয়ার্সের রেতির জঙ্গল থেকে বেরিয়ে রিয়াবাড়ি চা বাগানে ঢুকে যায় বাইসন দুটি। এরপর তারা বাগানের বিভিন্ন সেকসনে ছোটাছুটি করতে থাকে। চা বাগানের কর্মরত শ্রমিকেরা বাইসন দুটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে।

খবর পাওয়ার মাত্রই বনকর্মীদের টিম নিয়ে ছুটে আসেন রেঞ্জার শুভাশিস রায়। চা শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দিয়ে বাইসন দু’টিকে ড্রাইভ করতে থাকেন তাঁরা। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে তাদের রেতির জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হন তাঁরা।

এ বিষয়ে রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানিয়েছেন, ‘খবর পেয়ে সাথে সাথেই আমরা ছুটে আসি। এরপর আমরা বাইসন দুটিকে ড্রাইভ করে আবার তাদের রেতির জঙ্গলে ফিরিয়ে দেই।‘ ঘটনায় কোন হতাহতের খবর নেই বলেই জানান তিনি। বাইসান দুটি জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকার মানুষ।

সেই সাথে নিশ্চিন্ত হয়েছেন বন দপ্তরের কর্মীরাও। কারণ মে মাসের শুরুর দিকে বানারহাটের তোতাপাড়া চা বাগান থেকে উদ্ধার হয়েছিল একটি বাইসনের ক্ষতবিক্ষত মৃতদেহ। সেদিনও তোতাপাড়া চা বাগানে তিনটি বাইসনকে ঘোরাঘুরি করতে দেখেন চা শ্রমিকরা। এর মধ্যে দুটি বাইসন তোতাপাড়ার জঙ্গলে ঢুকে গেলেও একটি বাইসন চা বাগানের ২৩ নম্বর সেকশনে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্তারা। উপস্থিত হন বানারহাট থানার পুলিশকর্মীরাও। সেটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করার আগেই বনকর্মীরা কাছে গিয়ে দেখেন বাইসনটির দেহ ক্ষতবিক্ষত। প্রচুর রক্তপাত হয়েছে তার শরীর থেকে। চা বাগানে লাগানো কাঁটাতারে ক্ষতবিক্ষত হয়েই বাইসনটি মারা যায় বলে জানান বনকর্তারা। তবে তোতাপাড়া চা বাগান কর্তৃপক্ষ তাদের বাগানে কাঁটাতার নেই বলে দাবী করেন এবং বন দফতরের দিকেই আঙুল তোলেন।

প্রসঙ্গত, গতকাল ছট পুজোর দিন ডুয়ার্সের বীরপাড়ার ৪৮ নম্বর জাতীয় সড়কের পাশের ছট পুজোর ঘাটে এক দল হাতি আচমকাই এসে হাজির হয়। অপরদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের বাবুপারা এলাকায় একটি বুনো শুয়োর অতর্কিত আক্রমণ চালায়। তার আক্রমনে ৫ জন গ্রামবাসী আহত হন।

RELATED ARTICLES

Most Popular