Homeএখন খবরগোপীবল্লভপুরে বিজেপি কর্মীকে মারধর ও মায়ের শ্লীলতাহানীর অভিযোগ তৃনমুলের যুব সভাপতি বিরুদ্ধে

গোপীবল্লভপুরে বিজেপি কর্মীকে মারধর ও মায়ের শ্লীলতাহানীর অভিযোগ তৃনমুলের যুব সভাপতি বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার  গোপীবল্লভপুরের বর্গীডাঙা মোড়ে বিজেপি কর্মী প্রসূন দোলাই কে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। আভিযোগ রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়িতে খেতে বসেছিলেন বিজেপি কর্মী প্রসুন দোলাইয়ের মা পুষ্প লতা দোলাই।বাইরে  চিৎকার শুনে  এসে দেখেন তার ছেলেকে মারধর করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হলেন মা ।পুষ্পলতা দোলাই কে টানা হেঁচড়া করার পর তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে আভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা বাইকে করে পালায়। বলে জানিয়েছেন পুষ্পলতা।
ঘটনায় সরাসরি অভিযোগ গোপীবল্লভপুর১ নম্বর  ব্লকের তৃণমূল  যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক, সুবর্ণরেখা মহাবিদ্যালয় জি এস সৌভিক বারিক , সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মন্টু বিশুই ,দীপঙ্কর দে ,সৌরভ শীট ও প্রলয় মণ্ডলের  বিরুদ্ধে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির অভিযোগ ঘটনার পর রাত এগারোটা নাগাদ গোপীবল্লভপুর থানায় যখন বিজেপির ওই কর্মী অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে  অভিযোগ নিতেই চায়নি  পুলিশ। পরে প্রায় আড়াই ঘন্টা থানায়  বসিয়ে রেখে  রাত ২.৩০ নাগাদ  অভিযোগ নেয় পুলিশ। যদিও পুলিশ দোষীদের খুব লঘু ধারা দিয়েছে   এমনটাও অভিযোগ করে বিজেপি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে ঘটনার প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা সোমবার  সকাল কলেজ রোড এলাকায় জড়ো হতে শুরু করলে উত্তেজনা ছড়ানোর আশংকায়  বিশাল পুলিশ বাহিনী মোতেয়ান হয় কলেজ রোড় এলাকায়। পুলিশ জানিয়েছে ৬তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের হয়েছে । যদিও পুলিশ কেন অভিযুক্তদের গ্রেপ্তার করছেনা এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি কর্মীদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির জেলা সাধারন সম্পাদক অবনী ঘোষ বলেন, ” এটা অত্যন্ত লজ্জার কথা যে শাসক দলের তাঁবেদার পুলিশ দোষীদের গ্রেপ্তার করার পরিবর্তে  পুলিশ তাদের পালিয়ে যেতে সাহায্য করছে।অভিযোগকারীদের দের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে করবে এই এলাকার  বিজেপি কর্মীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক বলেন এই অভিযোগ পুরোপুরি মিথ্যে ও বানানো । এছাড়াও তিনি দাবি করেন তিনটি উপনির্বাচনে রায় ঘোষনার পরে বিজেপী এলাকায় সন্ত্রাস ও উত্তপ্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ”আমাদের ছেলেরা গতকাল রাতে হোটেল থেকে খাবার খেয়ে মেসে ফিরছিরো সেই সময় বিজেপির কর্মীরা তাদের ওপর হামলা চালায় ও মারধর করে এমনকি মেসের ভেতরো ঢুকে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা।” এই নিয়েও বিজেপি হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ।

RELATED ARTICLES

Most Popular