Homeএখন খবরআইআইটির ছাত্রদের মেরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিৎ, তীব্র প্রতিক্রিয়া জানালেন...

আইআইটির ছাত্রদের মেরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিৎ, তীব্র প্রতিক্রিয়া জানালেন পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা: শিক্ষা প্রতিষ্ঠানের ওপর গুণ্ডামি, সম্প্রদায়িক্ ভেদাভেদ থেকে আজাদি চেয়ে শ্লোগান দিয়েছিলেন আইআইটি খড়গপুরের কিছু ছাত্র ছাত্রী। তাঁদের মেরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিৎ বলে জানালেন বিজেপি নেতা অধ্যাপক সায়ন্তন বসু। বসু জানান, অনেক আজাদি দেখেছি, কিসের আজাদি ? যারা আজাদি আজাদি করছে তাদের মেরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিৎ, সত্যিকারের আজাদি দেওয়া উচিৎ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার মেদিনীপুর শহরে এনআরসি আর ক্যাটের জন্য অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপনের কর্মসুচী নিয়ে জমায়েত করেছিল বিজেপি আর সেই অনুষ্ঠানের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বসু। যদিও বসু এদিন ব্যাপক ক্ষেপে গিয়েছেন সাংবাদিকদের ওপরে। কানাইয়া কুমারের অনুকরনে বিভিন্ন ক্যাম্পাসে ‘আজাদি’র শ্লোগান তুলছে শুনেই ক্ষেপে গিয়ে বসু বলেন, ‘জেএনইউ, আলীগড়, জামিয়ার মত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এরকম শ্লোগান উঠছে আর তাকেই আপনরা বড় করে দেখাচ্ছেন। দেশে আরও কত বিশ্ববিদ্যালয় আছে,  কই সেখানে তো এসব হচ্ছেনা। চার পাঁচটা জায়গায় কয়েকটা লোক নেচে বেড়াচ্ছে তাতে আপনারা এত চিন্তিত কেন? কুমারগঞ্জে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেল কই আপনারা তো কিছু বলছেন না। নাকি দিদিকে ভয় পাচ্ছেন। মিডিয়া এসব বেশি করে তুলে ধরছে । মিডিয়ার এসব করা উচিৎ নয় । মিডিয়ার আজাদি আছে বলেই কি যা খুশি তাই করবে নাকি?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নৈহাটির বিস্ফোরন প্রসঙ্গে বসু বলেন, ‘পশ্চিমবঙ্গ এখন জেহাদীদের স্বর্গ রাজ্য। বারুদের স্তুপ তৈরি করে রাখা হয়েছে। আমার তো মনে হয় পরের বোমটা ফাটবে কালীঘাটে। আর সেটা এমন ফাটবে যে উনি নারকেল গাছে উঠে যাবেন। তখন বুঝবেন কত ধানে কত চাল?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে বসুর মন্তব্যের প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আইআইটির সেদিনের বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, ”দেশের বিভিন্ন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে হামলা চলছে। কখনও পুলিশ আর কখনও গুন্ডা দিয়ে। আমরা আশংকা প্রকাশ করেছিলাম যে আমরাও হয়ত আক্রান্ত হব । আজ সায়ন্তন বসু যে ভাষায় কথা বললেন তাতে তো স্পষ্ট যে আমরাও নিরাপদ নই। উনি তো প্ররোচনা দিয়েই গেলেন।” 

RELATED ARTICLES

Most Popular