Homeএখন খবরচাণ্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ ঠাকুরের বাৎসরিক পুজো উপলক্ষ্যে মহোৎসবের আয়োজন

চাণ্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ ঠাকুরের বাৎসরিক পুজো উপলক্ষ্যে মহোৎসবের আয়োজন

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,১০ জানুয়ারী ঃ
প্রতিবছর ন্যায় এবছরও পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের চান্ডুলী ও সিঙ্গি গ্ৰামের মাঠে চান্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ ঠাকুরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো শুক্রবার। বাৎসরিক পুজো উপলক্ষ্যে মহোৎসবের আয়োজন করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের চাণ্ডুলী গ্রাম ও সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি গ্রামের ভক্তবৃন্দের পরিচালনায় চান্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ মন্দিরে ঠাকুরের পূজা হয় ও মহোৎসবের  ব্যবস্থা করা হয়। মনস্কামনা পূরণের জন্যে ভক্তরা চান্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ ঠাকুরের পূজা দিতে ভীড় করেন। জামালপুর বুড়োরাজ ঠাকুরের আদলে চান্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ ঠাকুর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্ৰামবাসীরা জানান বহু প্রাচীন চান্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ ঠাকুর। চান্ডুলীশ্বর দো-সীমানা বুড়োরাজ ঠাকুরের বাৎসরিক পুজো উপলক্ষ্যে মহোৎসবের  আয়োজন করা হয়। প্রায় দুই থেকে তিন হাজার মানুষজন এক সাথে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন। এবার ৯ তম বয়সের পদার্পন করলো এই পুজো উপলক্ষ্যে মহোৎসব। গ্ৰামবাসীরা পূজোয় মাতোয়ারা।

RELATED ARTICLES

Most Popular