Homeহাওড়াজাতীয় প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উদ্ যাপনে হাওড়ার বালী- জগাছা ব্লক।

জাতীয় প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উদ্ যাপনে হাওড়ার বালী- জগাছা ব্লক।

১৩ থেকে ১৯ শে নভেম্বর ২৩ তম জাতীয় প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল হাওড়া জেলার বালী- জগাছা ব্লকে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রাণীস্বাস্থ্য, টীকাকরণ, সচেতনতা বৃদ্ধি শিবির ও গবাদী প্রাণীর প্রদর্শনী, প্রতিযোগিতার পাশাপাশি ব্লকস্তরের মূল অনুষ্ঠান পরিবেশিত হল বালী- জগাছা প্রাণীসম্পদ উন্নয়ন আধিকারিকের করণে। বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে মূল অনুষ্ঠান শুরু হয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বাগত ভাষণে সমষ্টি প্রাণীসম্পদ উন্নয়ণ আধিকারিক ডাঃ দেবজ্যোতি ঘোষ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ণে প্রাণীসম্পদ বিকাশের ভূমিকা ও সপ্তাহ পালনের উদ্দেশ্য অবহিত করেন। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রী তাপস আইন সম্ভবনাময় প্রতিটি পরিবারের সকল সদস্যকে উন্নত প্রথায় প্রাণীপালনে উৎসাহ প্রদান করেন। সমষ্টি উন্নয়ণ আধিকারিক শ্রী অসিত বরণ ঘোষ তাঁর বক্তব্যে উল্লেখ করেণ বালী- জগাছা ব্লক অতিদ্রুততার সাথে নগরোন্নয়ণ হওয়ায় জায়গার অভাব স্বত্ত্বেও বেশ কিছু স্বসহায়ক দলকে হাঁস বা মুরগী পালনের ঘর, বাচ্চা ও খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

            বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর টেলিফোনিক ভাষণে উপস্থিত সকল প্রাণীপালককে পারিবারিক দৈহিক পুষ্টিবিধানের ঘাটতি মেটাতে প্রশিক্ষণ ও প্রয়োজনে ভর্তুকিযুক্ত ঋণ নিয়ে প্রাণীপালনে উৎসাহিত করেণ। মন্ত্রীমশাই এর প্রতিনিধি শ্রী তাপস মাইতি ব্লক প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ব্লক প্রাণীসম্পদ উন্নয়ণ আধিকারিকের করণ নির্মাণের জন্য নির্ণীত জমি হস্তান্তরের বিষয়ে সকলকে উদ্যোগ গ্রহণে অনুরোধ করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

      সভায় জেলা পর্যবেক্ষক হিসাবে উপস্থিত হয়ে প্রাণীসম্পদ উন্নয়ণের বিভিন্ন বিষয় উপস্থাপিত করেণ সহ অধিকর্তা, প্রাণীসম্পদ বিকাশ বিভাগ, হাওড়া শ্রী বাসুদেব ঘোঘ, ডাঃ দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন উপ- অধিকর্তা ডাঃ মিলন সরকার।

         সভায় সম্মাননীয় অতিথি হিসাবে উজ্জ্বল উপস্থিতি সভাপতি শ্রীমতি চম্পা ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লীনা সাঁতরা, রমেণ মান্না, আশীষ চ্যাটার্জী, তনুশ্রী চ্যাটার্জী, তন্দ্রা গাঙ্গুলী, কৃষ্ণা মিত্র, স্থানীয় প্রধাণ শ্রী দেবাশীষ ব্যানার্জী, সহ কৃষি আধিকারিক শ্রী সুভাষ সাহা, সিডিপিও শ্রী কিংশুক ঘোষ প্রমুখ।
     বিভিন্ন প্রগতিশীল পাণীপালককে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে  দ্বিশতাধিক প্রাণীপালক উপস্থিত ছিলেন।
    গতকাল জেলাস্তরের অনুষ্ঠান ডোমজুর বিডিও অফিসে পালিত হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

RELATED ARTICLES

Most Popular